পাকিস্তানি নারীদের শর্ত সাপেক্ষে একা হজের অনুমতি

ছবি: সংগ্রহীত

পাকিস্তানি নারীদের শর্ত সাপেক্ষে মাহরাম বা পুরুষ অভিভাবক ছাড়াই হজ করার অনুমতি দেওয়া হয়েছে। দেশটির কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি (সিআইআই) এই অনুমোদন দিয়েছে। সিআইআই জানিয়েছে জাফরিয়া, মালেকি ও শাফেয়ি মাজহাব বা মতবাদ অনুযায়ী মাহরাম ছাড়া মুসলিম নারীর হজ কিংবা ওমরাহ পালনের ব্যাপারে অনুমোদন রয়েছে। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট নারীকে মাহরাম ছাড়া হজে যাওয়ার ব্যাপারে মা-বাবা কিংবা স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে।

সূত্র : জিও টিভি
 

LEAVE A REPLY