নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ চলছে। এই কাজের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের নেটওয়ার্ক ও সার্ভারকেন্দ্রিক সব সার্ভিস বন্ধ রাখা হয়েছে। আজ শুক্রবার নির্বাচন কমিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ দশম তলায় অবস্থিত।
এই সার্ভার কক্ষটি আদর্শমানকরণ করা হয়েছে। এখন অস্থায়ী কক্ষ থেকে মূল সার্ভার কক্ষে সার্ভার, র্যাক, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট স্থানান্তর করা হচ্ছে। এ সময়ের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের নেটওয়ার্ক ও সার্ভারকেন্দ্রিক সব সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
নির্বাচন কমিশন থেকে আরো জানানো হয়, ‘আজ সকাল থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের নেটওয়ার্ক ও সার্ভারকেন্দ্রিক সব সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
আগামীকাল (শনিবার) বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখা হবে। বিকেল ৪টার পর থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের নেটওয়ার্ক ও সার্ভারকেন্দ্রিক সব সার্ভিস সচলভাবে কার্যক্রম পরিচালনা করবে।