ভক্তের মৃত্যুতে শোকাহত টেলর সুইফট

টেলর সুইফট

ভক্তের কাছে তিনি যেমন দেবীর সমান, তেমনি তার কাছেও ভক্তরা নিজের পরিবারের মতো। বিশ্বজুড়ে টেলর সুইফটের ভক্ত অনুরাগীদের ‘সুইফটি’ নামেই ডাকা হয়। আর একজন সুইফটির সমর্থন যেমন তাকে অনুপ্রেরণা জোগায়, তেমনি কোনো সুইফটির কষ্ট-বেদনা গায়িকাকে ব্যথিত করে। সদ্যই ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া টেলরের ইরাস ট্যুর চলাকালীন তার এক ভক্ত মারা গেছেন।

আর সেই ভক্তের মৃত্যুতে নিজের গভীর শোক প্রকাশ করেছেন টেলর সুইফট।

ব্রাজিলিয়ান সংবাদপত্র ফোলহা ডি এস পাওলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আনা ক্লারা বেনিভিডেস নামে সুইফট ভক্তের মৃত্যু হয়েছে মাত্র ২৩ বছর বয়সে। প্রতিবেদনে বলা হয়েছে, বেনেভিডেস অনুষ্ঠানস্থলে হার্ট অ্যাটাকের শিকার হন। পরে তাকে সালগাদো ফিলহো মিউনিসিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে।

সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভক্তের মৃত্যুতে শোক জানিয়ে ইনস্টাগ্রামে একটি শোকবার্তা লিখেছেন সুইফট। প্রয়াত ভক্তের নাম প্রকাশ না করে সুইফট জানান, ‘আমার অনুষ্ঠানের রাতে একজন ভক্তকে হারিয়েছি আমি। আমি প্রকাশ করতে পারছি না যে এই ঘটনায় কতটা বিধ্বস্ত হয়েছি।

যদিও তার সম্পর্কে আমার কাছে খুব একটা তথ্য নেই, তবে সে অবিশ্বাস্য সুন্দর এবং কম বয়সী ছিল।’

সুইফট তার শোকবার্তায় আরো লেখেন, ‘আমি মঞ্চ থেকে এই বিষয়ে কথা বলতে পারবো না কারণ আমি যখন এই বিষয়ে কথা বলার চেষ্টা করি তখন আমি প্রচণ্ড শোক অনুভব করি। আমি এখন বলতে চাই আমি এই ক্ষতি গভীরভাবে অনুভব করছি এবং তার পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। যখন আমরা এই সফরটি ব্রাজিলে আনার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আমি ভাবিনি এমন কিছু ঘটবে।’

যদিও টেলর সুইফট সেই ভক্তের পরিচয় প্রকাশ করেননি, তবে ফোলহার প্রতিবেদন অনুসারে, মৃত ব্যক্তির নাম আনা ক্লারা বেনিভিডেস।

বেনিভিডেসের চাচাতো বোন এস্টেলা বিষয়টি নিশ্চিত করেছেন। কনসার্ট চলাকালীন অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে সালগাদো ফিলহো পৌর হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে স্টেডিয়ামে বেনিভিডেসের জ্ঞান ফিরেছিল এবং হাসপাতালে যাওয়ার পথে তিনি দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের শিকার হন।

LEAVE A REPLY