ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রোববার আল-শিফা হাসপাতাল থেকে ৩১ প্রিম্যাচিউর শিশুকে সফলভাবে উদ্ধার করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তরের সঙ্গে সমন্বয় করে তাদের স্থানান্তর করা হয়েছে। খবর বিবিসির।
এর আগে ডব্লিউএইচও এক বিবৃতিতে জানায়, হাসপাতালে এখনও ২৯১ জন রোগী রয়েছেন, যাদের মধ্যে ৩১ জন প্রিম্যাচুর শিশু।
বিবিসি বলছে, ইসরাইলি সামরিক বাহিনীর গাজা শহরের বৃহত্তম হাসপাতাল আল-শিফায় প্রবেশের কয়েক দিনের মধ্যেই শত শত লোক গাজা শহর ছেড়ে চলে গেছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরাইলের হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।