বিলবোর্ডের ১০ পুরস্কার টেলরের হাতে

টেলর সুইফট

ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন হালের মিউজিক সেনসেশন টেলর সুইফট। একের পর এক হিট গান, বিশ্বজুড়ে তোলপাড় ফেলা মিউজিক্যাল সফর, কনসার্ট ফিল্ম – সব জায়গায় নিজের আধিপত্য বিস্তার করে চলেছেন এই গায়িকা। এবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডেও দেখা গেল সেই ঝলক। নিজের সোনালি মুকুটে আরও নতুন পালক যোগ করলেন সুইফট।

 বিগত সময়ের ধারাবাহিকতা বজায় রেখে এবারও বিলবোর্ডের পুরস্কারে জয়জয়কার টেলর সুইফটের। 

অনুষ্ঠিত হয়েছে ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩’ (বিবিএমএএস)। এ বছর বিলবোর্ডের পুরস্কারে শীর্ষ বিজয়ী ছিলেন মরগান ওয়ালেন। মোট ১১টি পুরস্কার ঘরে তোলেন তিনি।

তবে বছরের সেরা আর্টিষ্টসহ ১০টি গুরুত্বপূর্ণ পুরস্কারেই আধিপত্য ছিল টেলর সুইফটের।

1
এ বছর সর্বাধিক পুরস্কার জিতেছেন মরগান ওয়ালেন

এ বছর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের নমিনেশনে সবেচেয়ে বেশিসংখ্যক মনোনয়ন (২০টি) পেয়ে ১০টি পুরস্কার ঘরে তুলেছেন সুইফট। বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস-এর ইতিহাসে সর্বাধিক পুরস্কার প্রাপ্ত গায়ক ড্রেকের পাশে নাম তুললেন গায়িকা। দুজনেই ৩৯টি করে পুরস্কার জিতেছেন বিলবোর্ডের ইতিহাসে।

এ বছর ড্রেকও ৫টি পুরস্কার ঘরে তুলেছেন।

‘অ্যান্টি-হিরো’ গায়িকা ১০টি পুরষ্কার জিতেছেন যার মধ্যে শীর্ষ শিল্পী, শীর্ষ দেশীয় নারী শিল্পী, শীর্ষ ‘হট ১০০’ গীতিকার এবং শীর্ষ বিক্রিত গানের শিল্পীর মতো গুরুত্বপূর্ণ ক্যাটাগরি রয়েছে৷ 

নিজের এই অর্জনের কৃতিত্ব ভক্ত অনুরাগীদের প্রতি উৎসর্গ করেছেন সুইফট। তার প্রতি সুইফটিদের (সুইফটের অনুরাগীরা) সমর্থনের প্রশংসা করে গায়িকা জানান, ‘আপনারা ছাড়া এর কিছুই ঘটতো না। আমি খুবই সম্মানিত যে এই বছর আপনারা ইরাস ট্যুরকে এতটা জাদুকরী করে তুলেছেন। আপনারা গিয়ে আমার সিনেমা দেখেছেন।

আপনারা আমার রেকর্ডিং সম্পর্কে যত্নশীল। আমি শুধু আপনাদের ভালোবাসি। আমি নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করি যে আপনারা আমার পাশে আছেন এবং আমি যে সংগীত তৈরি করছি তার যত্ন নিচ্ছেন।’

এদিকে মরগান ওয়ালেন শীর্ষ পুরস্কার জিতেছেন এ বছর বিলবোর্ডের পুরস্কার মঞ্চে। শীর্ষ পুরুষ শিল্পী, শীর্ষ ‘হট ১০০’ শিল্পী, শীর্ষ স্ট্রিমিং শিল্পী এবং শীর্ষ দেশীয় শিল্পীর মতো গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুলেছেন এই পপতারকা।

সূত্র : বিলবোর্ড

LEAVE A REPLY