ব্যাটিং নিয়েই আক্ষেপ রোহিতের

টানা ১০ জয়ের পর ফাইনালে এভাবে হারাটা ভারতীয়দের জন্য হজম করা কঠিন। ম্যাচ শেষে রোহিত শর্মারও আক্ষেপ, ‘এমনটা হওয়ার কথা ছিল না আসলে। আমরা যেভাবে খেলে এসেছি। আজকের দিনে সেটাই খেলতে পারিনি।

ভারতীয় অধিনায়কের মূল আক্ষেপ ব্যাটিং নিয়ে, ‘আমরা যথেষ্ট ভাল ব্যাট করতে পারিনি। সত্যি বলতে আর ২০-৩০ রান প্রয়োজন ছিল। বিরাট-রাহুল যখন ব্যাট করছিল তখন আমরা ২৭০-২৮০ হবে বলেই ভেবেছিলাম। কিন্তু এরপর আমরা উইকেট হারাতে থাকলাম।

’ এখানেই রোহিত কৃতিত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশানেকে, ‘অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ফেলার পর একটা বড় জুটি গড়েছে। ২৪০ পুঁজি নিয়ে আমরা শুরুতে কিছু উইকেট চেয়েছিলাম। সেটা পেয়েছিও এরপর মূল কৃতিত্ব ট্রাভিস ও মার্নাসের। তারা আমাদের ম্যাচ থেকে একদম ছিটকে দিয়েছে।

প্যাট কামিন্স টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন। ভারতীয় অধিনায়কের মনে হয়েছে সেঠিই সঠিক সিদ্ধান্ত ছিল, ‘আমার কাছে মনে হয়েছে ফ্লাডলাইটের নিচে এই উইকেটে ব্যাট করা আরও সহজ হয়েছে। আমরা এটা জানতাম । তবে এটাকে কোন অজুহাত হিসাবে দেখাতে চাই না। আমরা যথেষ্ট ভাল ব্যাট করতে পারিনি।

এটাই সত্যি।’

এরপর আরও একবার প্রশংসায় ভাসিয়েছেন তিনি ট্রাভিস ও লাবুশানেকে, ‘শেষ পর্যন্ত কৃতিত্ব ঐ দুই ব্যাটসম্যানের যারা প্রতিকূলতার মাঝে ওমন একটি জুটি গড়ে ম্যাচটা বের করে নিয়েছে।’ ক্রিকইনফো
 

LEAVE A REPLY