রিপাবলিক অব কঙ্গোর পতাকা। ছবি : সংগৃহীত
রিপাবলিক অব কঙ্গোর রাজধানী ব্রাজাভিলের একটি স্টেডিয়ামে স্থানীয় সময় সোমবার রাতে পদদলিত হয়ে ৩৭ যুবক নিহত হয়েছেন। সেনাবাহিনীর নিয়োগ কার্যক্রমে অংশ নিতে তারা সেখানে জড়ো হয়েছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাতে যখন পদদলিত হওয়ার ঘটনা ঘটে, তখনো অনেক লোক স্টেডিয়ামে ছিলেন।
কিছু লোক জোর করে গেট দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কিতে অনেকে পদদলিত হন।
গত সপ্তাহে মধ্য আফ্রিকান দেশটির সেনাবাহিনী ঘোষণা করে, তারা ১৮ থেকে ২৫ বছর বয়সী দেড় হাজার লোককে নিয়োগ দেবে। আগ্রহীদের ব্রাজাভিলের প্রাণকেন্দ্রে মিশেল ডি’অরনানো স্টেডিয়ামে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী আনাতোলে কলিনেট মাকোসো বলেছেন, ‘ট্র্যাজেডিতে’ ৩৭ জন নিহত হয়েছেন এবং অনির্দিষ্টসংখ্যক মানুষ আহত হয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কর্তৃত্বে একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
সূত্র : এএফপি