ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভূমি পেডনেকার

ভূমি পেডনেকার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। গত আট দিন ধরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে তিনি। অসুস্থতার বিষয়টি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন ভূমি। 

বুধবার সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি শেয়ার করে অভিনেত্রী তার চিকিৎসকদের ধন্যবাদ জানান।

সেই সঙ্গে ভক্তদেরও সতর্ক করেন মশা থেকে বেঁচে থাকার জন্য। হাসপাতাল থেকে কয়েকটি সেলফি তুলে তিনি শেয়ার করেছেন। এখন একটু ভালো আছেন বলেও জানান ভূমি।

হাসপাতালের বিছানা থেকে নিজের দুটি সেলফি শেয়ার করে ভূমি লেখেন, ‘এক ডেঙ্গু মশা আমায় আট দিন ধরে নির্যাতন করে চলেছে।

কিন্তু আজ আমি একটু সুস্থ রয়েছি। তাই আমি একটা ভালো সেলফিও তুলতে পেরেছি।’

1
হাসপাতালে ভূমি পেডনেকার

সবাইকে সতর্কতা অবলম্বন করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, ‘বন্ধুরা সাবধানে থাকবেন। কারণ, গত কয়েক দিন আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কঠিন সময় গেছে।

মশা তাড়ানো এই মুহূর্তে আবশ্যক। আপনারাও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখুন। অতিরিক্ত দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমাদের বেশির ভাগ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। আমার পরিচিত বেশ কয়েকজন সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।’

হাসপাতালে অভিনেত্রীর এত ভালো যত্ন নেওয়ার জন্য চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানিয়ে ভূমি বলেন, ‘আমার ডাক্তারদের ধন্যবাদ, আমার এত ভালো যত্ন নেওয়ার জন্য।

যত্ন নেওয়া থেকে শুরু করে, খাবার বানানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সব দিক থেকে খুব ভালো পরিষেবা পেয়েছি। প্রতিটা কর্মী ভীষণভাবে সদয় এবং সহায়ক ছিলেন আমার প্রতি। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাব আমার পরিবারকে।’

ভূমির ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হতেই অভিনেত্রীর আরোগ্য কামনা করছেন ইন্ডাস্ট্রির সহকর্মী তারকারা। সেই সঙ্গে ভক্ত-অনুরাগীরাও অভিনেত্রীর সুস্থতা কামনা করে পোস্ট ও মন্তব্য করছেন। দ্রুত সুস্থ হয়ে পর্দায় ফিরবেন ভূমি, এমনটাই প্রত্যাশা সবার।

সূত্র : ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY