নাগরিকের স্মৃতিতে স্মরণে আলী যাকের

আলী যাকের। ছবি: সংগৃহীত

১৯৪৪ সালের ৬ নভেম্বর তাঁর জন্ম, তিন বছর আগে এ মাসেই [২৭ নভেম্বর] চলে গেলেন পরপারে। একুশে পদকজয়ী অভিনেতা-নির্দেশক ও নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের জন্মদিন ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে তাঁর নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়। আগামী ২৪ নভেম্বর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান। সেখানে স্মারক বক্তৃতা প্রদান করবেন ওপার বাংলার বরেণ্য নাট্যজন বিভাস চক্রবর্তী।

‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এর সভাপতি অভিনেতা আসাদুজ্জামান নূর জানান, তিনিসহ বেশ কয়েকজন অতিথি আলোচনায় অংশ নেবেন। আলোচনা শেষে মঞ্চস্থ হবে আলী যাকের অভিনীত বিভিন্ন নাটকের অংশবিশেষ। থাকবে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনাও।

১৯৭২ সালে আরণ্যকের ‘কবর’ নাটকে অভিনয় করেন আলী যাকের, শুরু হয় মঞ্চে তার পথচলা।

সে নাটক দেখে পরে লেখক জিয়া হায়দার ও অভিনেতা নির্দেশক আতাউর রহমান তাকে নিয়ে যান তাদের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে। মৃত্যু পর্যন্ত আলী যাকের ওই নাট্যদলের সভাপতি ছিলেন।

LEAVE A REPLY