নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত সাকিব

বিশ্বকাপে পাওয়া আঙুলের চোট থেকে এখনো সেরে ওঠেননি সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে গত ৬ নভেম্বর পাওয়া বাঁ-তর্জনীর চোটে ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে নেই এই অলরাউন্ডার। এবার জানা গেল, ফিরতি সিরিজে নিউজিল্যান্ড সফরের সাকিবকে পাওয়া নিয়েও আছে শঙ্কা।

গতকাল যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন সাকিব।

কালই আওয়ামী লীগের হয়ে তোলা তিন আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসেন তিনি। জানা গেছে, বিসিবির মেডিক্যাল বিভাগে আঙুলে পাওয়া চোটের জায়গায় যে ব্যান্ডেজ লাগানো ছিল, সেটি খুলে নতুন করে ব্যান্ডেজ লাগিয়েছেন।

সাকিবের বর্তমান অবস্থা জানতে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের কাজ ছিল চেঞ্জ করে ব্যান্ডেজ করে দেওয়া।

পরবর্তী অবস্থা বুঝতে গেলে আপনাকে ৩ সপ্তাহ অপেক্ষা করতে হবে।’

তিন সপ্তাহ পর সাকিবের চোটের জায়গায় পুনরায় পরীক্ষা করা হবে বলে জানালেন দেবাশিষ, ‘সাধারণ তিন সপ্তাহ পর চেক এক্স-রে করা হয়, এখনো সেই সময় হয়নি। তিন সপ্তাহ না গেলে তো আসলে বোঝা যাবে না। তো তিন সপ্তাহ পর চেক এক্স-রে করে সিদ্ধান্ত নিতে হবে।

তিন সপ্তাহ পর এক্স-রে ফল ভালো না এলেও আবার নতুন করে চিকিৎসা শুরু হবে সাকিবের। চোট ভালো হলে পুনর্বাসন প্রক্রিয়া। রানিং, ফিল্ডিংয়ের পর স্কিল অনুশীলন। সব মিলিয়ে স্ক্যানের পর মাঠে ফিরতে সময় লাগতে পারে আরো তিন-চার সপ্তাহ। দেবাশিষ বলেন, ‘থিউরিটিক্যালি ৩-৪ সপ্তাহ খেলা বন্ধ রাখতে হয়।

এরপর দেখা যায় আরো সময় লাগে। ফাইনাল কথা যেটা, ৩-৪ সপ্তাহ পর অবস্থা কেমন সেটার ওপর সব নির্ভর করবে।’

এদিকে আগামী ১১ অথবা ১২ ডিসেম্বর ফিরিতি সিরিজে নিউজল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাওয়া সেই সফরে সাকিবের যে পাওয়া যাবে না তা মোটামুটি নিশ্চিতই বলা যায়!

LEAVE A REPLY