আজ কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা

সংগৃহীত ছবি

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ বুধবার সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গতকাল মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, ‘উপকূলীয় এলাকার দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে।

অন্যান্য জায়গার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ ছাড়া এখন যেহেতু নভেম্বরের শেষ দিক, ফলে তাপমাত্রা কিছুটা কমবে।’

তবে নভেম্বর মাসের বাকি দিনগুলোতে তাপমাত্রা একনাগাড়ে কমার সম্ভাবনা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসের শেষের দিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

LEAVE A REPLY