হারিস রউফকে শাস্তি দিচ্ছে পিসিবি

হারিস-পিসিবি সম্পর্কে টানাপোড়ন

বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন করে সাজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাপোর্ট স্টাফ, নির্বাচক প্যানেলে পরিবর্তন এসেছে। তবুও আলোচনা পিছু ছাড়ছে না পিসিবির। নতুন করে ঝামেলায় পড়তে হয়েছে হারিস রউফকে নিয়ে।

পরিস্থিতে যা দাঁড়িয়েছে, তাতে ডানহাতি পেসারের শাস্তির কথা ভাবতে হচ্ছে পিসিবিকে।

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হারিস। শোনা যাচ্ছে, এই সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগব্যাশ খেলতেই এমন সিদ্ধান্ত তার।

সেটি হলে সেখানে খেলার জন্য অনাপত্তিপত্র নাও পেতে পারেন হারিস। সঙ্গে জুটবে সাজা।

সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে পাকিস্তানের পত্রিকা ডন জানিয়েছে, পিসিবির উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তা হারিসের আচরণ ও তাঁর সমর্থনে লাহোর কালান্দার্স কোচ আকিব জাভেদের বিবৃতিতে খুব বিরক্ত হয়েছেন। সূত্র জানিয়েছে, এ কারণে হারিসের চুক্তিতে বেতন-ভাতা নিয়ে নতুন করে ভাবতে চাচ্ছে পাকিস্তান বোর্ড।

এই সূত্র বলেছে, ‘হারিস যদি শুধু সাদা বলে মনোযোগ দিতে চায়, ওর কেন্দ্রীয় চুক্তিটা পুণর্বিবেচনা করার আলোচনা করা হবে। কারণ ওকে  ক্যাটাগরি বি-তে রাখা হয়েছে। সেখানে মাসে ৪০ লাখ রুপির বেশি বেতন দেওয়া হয়, সে সঙ্গে ম্যাচ ফি, বোনাসও বেশি দেওয়া হয়। এবং আইসিসির আয় থেকেও কিছু অংশ পায়। শীর্ষ দুই ক্যাটাগরি যারা পায়, তাদের সব সংস্করণের খেলোয়াড় বলে মনে করা হয়।

হারিসকে লাল বলের ক্রিকেটের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এবং তাঁকে চাইলে স্বাধীনভাবে খেলার প্রস্তাবও দেওয়া হবে। নিজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ইংল্যান্ডের জেসন রয় যেমন কেন্দ্রীয় চুক্তিতে না থেকেও জাতীয় দলে খেলছেন, তেমন কিছু হারিস চান কি না, তা জিজ্ঞেস করা হবে।

LEAVE A REPLY