পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক। ফাইল ছবি
ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের মজা হারিয়ে যেত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক। সেটি না হওয়ায় ক্রিকেটের জয় হয়েছে বলে মনে করেন তিনি।
পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হয়ে যান রাজ্জাক। সেখানে আলোচনার এক ফাঁকে বলেন, ‘সত্যি বলতে, ক্রিকেট জিতেছে।
একটা দল উইকেট নিজেদের মতো করে তৈরি করবে, এটা কখনোই হতে পারে না। ভারত জিতে গেলে ক্রিকেটের মজাটাই হারিয়ে যেত।’
ভারত বিশ্বকাপ জিতলে খারাপ লাগত বলে জানিয়েছেন রাজ্জাক, ‘যারা সাহসী, যারা শক্তিশালী, যারা চেষ্টা করে এবং নির্দিষ্ট দিনে প্রতিপক্ষকে হারিয়ে দেয়, ক্রিকেট সব সময় তাদের সঙ্গেই থাকে। যদি ভারত জিতত তাহলে আমার অনেক খারাপ লাগত।
‘
এবার ঘরের মাঠে বিশ্বকাপে লিগ পর্বে দারুণ ছন্দে ছিল ভারত। ৯ ম্যাচে টানা ৯ জয়। তবে সেমিফাইনালে তাদের নিয়ে তৈরি হয় বিতর্ক। ফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নির্ধারিত পিচ পরিবর্তনের অভিযোগ ওঠে তাদের বিপক্ষে।
আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যবহৃত উইকেটে খেলে ভারত। শিরোপা ফয়সালার ম্যাচটি নতুন উইকেটে হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন রাজ্জাক।
পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার বলেছেন, ‘উইকেট নিরপেক্ষ থাকা উচিত, যেখানে দুই দলের জন্যই সমান থাকবে সব কিছু। তবে কিছু তো আছেই ওদের পিচে। আমার মনে হয়, একেবারে নতুন পিচে খেলা হওয়া উচিত ছিল।
ফাইনালেও ভারত নিজেদের সুবিধামতো পিচ বানিয়েছিল। যদি কোহলি শতরান করে দিত, তাহলে ভারতও বিশ্বকাপে জিতে যেত।’