জি২০ বৈঠক: গাজা নিয়ে পশ্চিমাদের কাছে পুতিনের প্রশ্ন

ভ্লাদিমির পুতিন

ভারতের আয়োজনে গত বুধবার জি২০ জোটের বিশেষ ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক ইস্যুতে পক্ষপাতদুষ্ট অবস্থান নেওয়ার অভিযোগ করেন তিনি। শীর্ষ বৈঠকে পুতিনের বক্তব্যে যুদ্ধ এবং শান্তি ইস্যু ব্যাপকভাবে গুরুত্ব পেয়েছে। এতে তিনি আন্তর্জাতিক সংকটগুলো সমাধানে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

জোটের নেতাদের উদ্দেশ্যে ভ্লাদিমির পুতিন বলেন, ‘এখানে কয়েকজন উল্লেখ করেছেন, তাঁরা ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনে ‘মর্মাহত।’ প্রকৃতপক্ষে সামরিক অভিযান সব সময় নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট পরিবার এবং সার্বিকভাবে গোটা দেশের জন্য ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি বন্ধের ব্যাপারে আমাদের ভাবতে হবে। রাশিয়া কখনোই ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়নি।

রাশিয়া নয় বরং ইউক্রেনই প্রকাশ্যে ঘোষণা করেছে, তারা আলোচনাপ্রক্রিয়া থেকে সরে যাচ্ছে। এমনকি দেশটির নেতা রাশিয়ার সঙ্গে এ ধরনের আলোচনা নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন।’
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি বুঝি যে এই যুদ্ধ এবং প্রাণহানির ঘটনা মর্মান্তিক। কিন্তু দনবাসে যখন নিজেদের লোকের বিরুদ্ধে কিয়েভের শাসকরা যুদ্ধ শুরু করেছিল সে সম্পর্কে কী বলবেন?’

পুতিন প্রশ্ন তোলেন, ‘ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক লোকদের নির্মূলে আপনারা কি হতবাক নন? এটা কি মর্মান্তিক নয় যে, চিকিৎসকরা অ্যানেস্থেশিয়া ছাড়াই পেটে অস্ত্রোপচার করছেন, শিশুদের শরীরে ছুরি চালাচ্ছেন? জাতিসংঘ মহাসচিব যখন বলেন, গাজা বিপুলসংখ্যক শিশুর কবরস্থানে পরিণত হয়েছে, তখন কি আপনারা হতবাক হন না?’ পুতিন বলেন, তিনি মনে করেন সারা বিশ্বের সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, যে সিদ্ধান্ত উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশির ভাগের মতামতকে প্রতিফলিত করবে।

তিনি আরো বলেন, ‘পশ্চিমা দেশগুলোর মস্কোকে বিশ্ব অর্থনীতি থেকে ছিটকে ফেলার প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে ভূমিকা অব্যাহত রাখবে।’ 

সূত্র : স্পুৎনিক

LEAVE A REPLY