গাজায় ও ইসরায়েলের হাসপাতালে অর্থ দেবে এক্স

এক্সের (টুইটার) লোগো।

ইসরায়েল-হামাস যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা স্ট্রিপ। এক্সের (টুইটার) বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন সেবা থেকে যা আয় হবে তা এই অঞ্চলে দান করবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক।

এর পাশাপাশি ইসরায়েলের হাসপাতালেও তিনি অর্থ দেবেন। আন্তর্জাতিক দাতা সংস্থা রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সহায়তায় এই অর্থ প্রদান করবে এক্স।

এক্স পোস্টে মাস্ক জানান, কিভাবে অর্থ খরচ হচ্ছে তার হিসাব রাখা হবে। আরো ভালো কোনো আইডিয়া থাকলে তা-ও গ্রহণ করা হবে। ধর্ম-বিশ্বাস-জাত-নির্বিশেষে নিরীহ মানুষদের কথা আমাদের ভাবতে হবে।

সূত্র : ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY