মঞ্চে গান গাওয়ার সময় ইউক্রেনীয় হামলায় রুশ অভিনেত্রী নিহত

লাইভ শো চলাকালীন ইউক্রেনীয় হামলায় রুশ অভিনেত্রী নিহত। ছবি: সংগৃহীত

ইউক্রেনের সেনাদের হামলায় এক রুশ অভিনেত্রী নিহত হয়েছেন। পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। পলিনা মেনশিখ (৪০) নামের ওই অভিনেত্রী রুশ সেনাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করছিলেন। রাশিয়ার যে থিয়েটারের হয়ে পলিনা কাজ করতেন তারা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে তদন্ত করা যায়নি। তবে দুই পক্ষের সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, গত ১৯ নভেম্বর ওই অঞ্চলে ইউক্রেন হামলা চালিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ সামরিক তদন্তকারীর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, দোনেৎস্ক অঞ্চলে একটি গ্রামে হিমারস ক্ষেপণাস্ত্র দিয়ে একটি স্কুল এবং একটি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা করা হয়। এতে এক বেসামরিক নিহত হয়।

তবে ওই বেসামরিক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিল। 

ইউক্রেনের কমান্ডাররা বলছেন, রাশিয়ান সামরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার ৮১০ সেপারেট নেভাল ইনফ্যান্ট্রি ব্রিগেড লক্ষ্য করে হামলা চালানো হয়।

এদিকে উক্রেনের সামরিক কমান্ডার রবার্ট ব্রোভদি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, হামলায় ২৫ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছে।

রুশপন্থী টেলিগ্রাম চ্যানেলের অযাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সৈন্যদের সঙ্গে গিটার নিয়ে মঞ্চে গান গাইছেন পলিনা মেনশিখ। গানের মাঝে হঠাৎ একটি বিস্ফোরণে কেঁপে ওঠে মঞ্চ।

LEAVE A REPLY