কবে অবসরে যাবেন জানালেন দি মারিয়া

বড় ম্যাচ মানেই ছিল দি মারিয়ার জ্বলে উঠা। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির পর আর্জেন্টিনা দলের আনহেল দি মারিয়াকে নিয়েও সমর্থকদের যথেষ্ট আবেগ রয়েছে। ২০১৪ বিশ্বকাপে চোট পেয়ে অশ্রুসজল চোখে তাঁর মাঠ ছাড়া, ২০২২-এর ফাইনালে গোল করে নায়ক বনে যাওয়া—এমন অনেকবার আকাশি-নীল সমর্থকদের আবেগে ভাসিয়েছে। সেই দি মারিয়া আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জানালেন, আগামী বছর কোপা আমেরিকার পরেই জার্সি ও বুট জোড়া তুলে রাখবেন।

২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে হবে লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করে অবসরের সময় জানিয়েছেন দি মারিয়া। তিনি লিখেছেন,’কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব।

যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি। সমর্থকদের ধন্যবাদ। আমার পরিবার, বন্ধু ও সতীর্থদেরও ধন্যবাদ। আমরা ইতিহাস গড়তেই থাকব।

বড় ম্যাচ মানেই ছিল দি মারিয়ার জ্বলে উঠা। ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে নিজেকে জাহির করতেন এই উইঙ্গার। গোল করেছেন কোপা আমেরিকার ফাইনালের পর বিশ্বকাপ ফাইনালেও। ২০০৮ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় দি মারিয়ার। এরপর আলবিসেলেস্তেদের হয়ে ১৩৬ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে অবসরের সিদ্ধান্ত নিলেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন দি মারিয়া। এ বছরই আবারও ফিরেছেন ক্যারিয়ারের শুরুর দিকে ক্লাব বেনফিকাতে। ক্লাবটির হয়ে ১৪ ম্যাচে গোল করেছেন ৭টি।

LEAVE A REPLY