কানাডা গিয়ে সব চূড়ান্ত করব

শিল্পকলা পদক পাচ্ছেন। অভিনন্দন…
ধন্যবাদ। মাত্র চিঠি পেয়েছি। কাউকে বলা নিষেধ ছিল।

কিন্তু আমি বলার আগেই দেখি সবাই জেনে গেছে। নানা জায়গা থেকে ফোন আসছে। আমাকে অভিনন্দন জানাচ্ছে। সবাইকে ভালোবাসা জানাই।

আমি জানি না এত বড় পদক পাওয়ার যোগ্য কি না! যাঁরা আমাকে নির্বাচিত করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা রইল।

‘অসম্ভব’ মুক্তির পর কেমন সাড়া পেলেন?
আমার দুর্ভাগ্য ছবিটি মুক্তির পরপরই অবরোধ পড়ে গেছে। মানুষ ভয়ে হলে আসতে পারেননি। তবে যাঁরা দেখেছেন, বেশির ভাগই আমার নির্মাণের প্রশংসা করেছেন।

সেন্সর বোর্ডের সদস্যরাও খুব প্রশংসা করেছেন। ছবিটি বেশি পছন্দ করেছেন সিনিয়র সিটিজেনরা। অনেকে বলেছেন, মুক্তিযুদ্ধের পাশাপাশি যাত্রাপালার এমন সমন্বয় করাটা খুব কঠিন ছিল, যেটা আমি করে দেখাতে পেরেছি।

নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন না?
এই মুহূর্তে সিনেমা নয়, আমি ওয়েব কনটেন্ট নিয়ে ভাবছি। বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফরমে কথা হয়েছে।

একটি ওয়েব ছবি ও সিরিজ লক হয়ে গেছে এরই মধ্যে। কিছুদিন পরে ঘোষণা দেব। দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছেন। ‘অসম্ভব’ ছিল সত্তরের দশকের প্রেক্ষাপটে, এবার ওয়েব সিরিজ ও ছবি হবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে।

অভিনয়ে ব্যস্ততা কেমন?
এখন খুব বেশি কাজ হাতে নেই না। ‘জবা’ নামে একটি ধারাবাহিক করছি। প্রতি সপ্তাহেই শুটিং থাকে। সেই কারণে অন্য কিছু নিয়ে ভাবছি না। পরিচালনার দিকটায়ও তো সময় দিতে হবে।

ছেলের বিয়ে দেওয়ার কথা বলেছিলেন…
দেখতে দেখতেই তো বড় হয়ে গেল। এখন বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো দিতেই হবে। আমি ফেব্রুয়ারি মাসে কানাডা যাব। মেয়ে কানাডাতেই থাকে। বলতে পারেন আগে থেকেই সব ঠিক করা আছে। এখন আমি কানাডা গিয়ে সব চূড়ান্ত করব।

মিডিয়ার অনেকেই আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনেছেন। আপনি দূরে থাকলেন কেন?
আমার পরিবার প্রথম থেকেই মুক্তিযুদ্ধের পক্ষে, শেখ মুজিবুর রহমানের পক্ষে। আমরা জন্ম থেকেই মুজিববাদী। কিন্তু তার মানে তো এই নয় যে জাতীয় সংসদের সদস্য হতে হবে, নেত্রী হতে হবে। নেত্রী না হয়েও তো সমাজের জন্য কাজ করা যায়। আমি করছি তো। এখনো প্রতিদিন অসহায় মানুষের সেবা করছি, দুস্থ শিল্পীদের পাশে দাঁড়াচ্ছি। রাজনীতি করার জন্য আলাদা মেধা লাগে। আলাদা সত্তা লাগে। এলাম, দেখলাম, জিতলাম—এটি রাজনীতি নয়। রাজনীতি করেছেন শেরেবাংলা, ভাসানী, মুজিব, রাজনীতি করেন শেখ হাসিনা। তাঁদের মধ্যে নেতৃত্বের আলাদা গুণ ছিল। এখন তো বেশির ভাগ হাইব্রিড নেতা। ইতিহাস জানে না, মানুষের চাহিদা বোঝে না। হঠাৎ করে নমিনেশন চেয়ে বসে, এমপি হতে চায়।

LEAVE A REPLY