নানার কবরের পাশে পরীমনি
গত বৃহস্পতিবার রাতে মারা গেছেন নায়িকা পরীমনির নানা শামসুল হক গাজী। এই অভিনেত্রীর কল্যাণে তার নানা সবার কাছে পরিচিত মুখ ছিলেন। পরীমণির ব্যক্তিগত ও সামাজিক কাজের মাধ্যমে নামাতে চিনতেন সবাই। একই সঙ্গে শামসুল হক গাজী বেশ কয়েকবছর ধরে তার প্রিয় নাতনি পরীমণির সঙ্গে থাকতেন।
নানাকে হারিয়ে অনেকটাই শোকগ্রস্থ পরীমনি। গতকালই নানার লাশ দাফন করা হয়েছে পিরোজপুরে নানার গ্রামের বাড়িতে।
নানার কবরের পাশে বসে আজ বেশ স্মৃতিকাতর হয়েছেন পরী। নানার পাশাপাশি স্মরণ করেছেন মাকেও।
বেশ কয়েকটি ছবি আপলোড করে সেসব ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এই কবর স্থানে এখন তিনটা কবর। প্রথমটা আমার মায়ের। তারপর নানি আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মরে যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগে নাই কোনো দিন।
’
পরী আরও যোগ করে লিখেছেন, ‘এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই আর। যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তারা সবাই জানেন এই মানুষটা আমার জন্যে কি ছিলো। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিলো আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বট গাছ করে দিয়ে গেছে।’
নানাকে নিয়ে স্মৃতিকাতর হয়ে পরীমনি শেষ করেছেন এভাবে, ‘এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না।
যদি আসে সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিবেন এটা আমার নানুর দোয়া। কতো ভাগ্যে আমি আমার নানুর সাথে তার শেষ কলেমা পড়তে পেরেছি! আহা নানুভাই কতো শান্তনায় রেখে গেলো আমাকে। জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর।’
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পরীর বিভিন্ন ছবিতে নানার উপস্থিতি দেখা যেতো।