‘কয়টা মনোনয়ন তুলেছি বলব না, তবে একাধিক’

ফেরদৌস

দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। তবে বেশ কয়েক বছর ধরে তিনি পর্দার চেয়ে বেশি সময় দিচ্ছেন রাজনীতির মাঠে। সবকিছুর মূলে আছে সংসদ সদস্য প্রার্থী হওয়া। সেই চেষ্টা থেকেই এবার মনোনয়ন ফরম কিনেছেন রাজনৈতিক দল আওয়ামী লীগের।

তবে চুড়ান্তভাবে মনোনয়ন পাবেন কিনা সেটা জানতে পারবেন আগামীকাল রবিবার। 
শোনা যাচ্ছে ঢাকার দুটি আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন নায়ক ফেরদৌস। এরমধ্যে খবর বেড়িয়েছে ঢাকা ১০ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন এই তারকা। 


মনোনয়ন ফরম কেনা প্রসঙ্গে কথা হয় এই অভিনেতার সঙ্গে।

কালের কন্ঠকে বলেন,‘ কয়টা মনোনয়ন তুলেছি বলব না, তবে একাধিক। সেটা দুটিও হতে পারে, তিনটিও হতে পারে। আমি এখনই কিছু বলব না। আমি অনলাইনে মনোনয়ন ফরম কিনেছি।


তবে অনেক জায়গায় তাকে নিয়ে খবর প্রকাশ পেয়েছে তিনি ঢাকা ১০ আসনের মনোনয়ন পেয়ে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা কোথা থেকে খবর পেলো জানিনা। আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না। খবর জানা যাবে যাবে আগামীকাল। তাই এখনই কিছু বলার নেই।


জানা যায়, ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। তবে তাকে বাদ দিয়ে নায়ক ফেরদৌস মনোনয়ন পেতে পারেন বলে অনেকেই নিশ্চিত করেছেন।  
এ বিষয়ে ফেরদৌস বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তিনি যেটা ভালো করেন করবেন। আমি আপার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ 

উল্লেখ্য, এবার নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী তিন হাজার ৩৬২ জন। আগামী রবিবার সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

এদিকে নায়ক ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশুনা করেছেন। তবে তিনি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ‘বুকের ভেতর আগুন’ ছবির জন্য প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ছবিটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। 
তবে নায়ক ফেরদৌস আলোচনায় আসেন ১৯৯৮ সালে মুক্তি পাওয়া বাসু চ্যাটার্জী পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার জন্য। এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর থেকে তিনি একাধারে বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন। এছাড়া ‘মিট্টি’ নামে একটি বলিউড ছবিতেও তাকে দেখা গেছে। ফেরদৌস তার ক্যারিয়ারে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। 
অভিনয়ের পাশাপাশি তিনি ‘হঠাৎ সেদিন’ এবং ‘এক কাপ চা’ নামে দুটি সিনেমা প্রযোজনাও করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী তানিয়া আহমেদ এবং দুই সন্তান ছেলে নুজহাত ফেলদৌস ও মেয়ে নুজরান ফেরদৌসকে নিয়ে নায়ক ফেরদৌস আহমেদের সংসার। 
 

LEAVE A REPLY