‘গোলমেশিন’ হালান্ডের দ্রুততম ৫০

সংগৃহীত ছবি

আক্ষরিক অর্থে যেন একটা গোলমেশিন! ম্যানচেস্টার সিটি জার্সিতে মাঠে নামছেন আর একের পর এক কীর্তি নিজের করে নিচ্ছেন আর্লিং হালান্ড। ইত্তিহাদে লিভারপুলের বিপক্ষে মাঠে নেমেও নতুন এক কীর্তি গড়লেন নরওয়ের এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে দ্রুততম ৫০ গোল করার কীর্তি।

অলরেডদের বিপক্ষে ২৭ মিনিটে বল জালে জড়িয়ে এই বর্ণীল রেকর্ডে হালান্ড পেছনে ফেললেন অ্যান্ডু কোল, রুদ ফন নিস্তলরয়, অ্যালান শিয়েরার, মোহাম্মেদ সালাহর মতো তারকাদের।

মাত্র ৪৮ ম্যাচ খেলে  ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের হাফসেঞ্চুরি হয়ে গেল হালান্ডের।

প্রিমিয়ার লিগে আগের  দ্রুততম ৫০ গোল করার রেকর্ড ছিল অ্যান্ডু কোলের। এই মাইলফলকে পা রাখতে কোলকে খেলতে হয়েছিল ৬৫ ম্যাচ। তাঁর চেয়ে ১৭ ম্যাচ কম খেলেই রেকর্ডটা নিজের করে নিলেন ম্যানসিটির গোলমেশিন আর্লিং হালান্ড।

লিভারপুলের বিপক্ষে শীর্ষে ওঠার লড়াইয়ে ২৭ মিনিটে নাথান অ্যাকের অ্যাসিস্টে বল জালে জড়িয়ে অ্যান্ডু কোলকে পেছনে ফেলেন নরওয়ের এই ফরোয়ার্ড।

ইংল্যান্ডের সাবেক তারকা অ্যালান শিয়েরার প্রিমিয়ারে লিগে ৫০ গোল করতে খেলেছিলেন ৬৬ ম্যাচ। নেদারল্যান্ডসের সাবেক ফরোয়ার্ড রুদ ফন নিস্তলরয়ের সেখানে পৌঁছাতে লেগেছিল ৬৮ ম্যাচ। ফার্নান্ডো তোরেস এবং মোহাম্মেদ সালাহ প্রিমিয়ার লিগে প্রথম পঞ্চাশ ছুঁয়েছিলেন ৭২ ম্যাচ খেলে।

সেখানে হালান্ডের লাগল পঞ্চাশের চেয়েও কম ম্যাচ।

বরুশিয়া ডর্টমুন্ড থেকে পাড়ি জমানোর পর ম্যানসিটি জার্সিতে প্রতিনিয়ত রেকর্ড করে যাচ্ছেন হালান্ড। গত মৌসুমে (সিটিতে প্রথম মৌমুম) লিগে করেছিলেন ৩৬ গোল। ওটাও ছিল রেকর্ড। ইএসপিএন

LEAVE A REPLY