ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের হতাশায় বিরাট কোহলি। ছবি : ক্রিকইনফো
সর্বশেষ বিশ্বকাপে ঘরের মাঠে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ ৭৬৫ রান করে টুর্নামেন্টসেরার পুরস্কারও জিতে নেন কোহলি। কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মানে ভারত।
বিশ্বকাপ শেষে ঘরের মাঠে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। কিন্তু সিরিজটি খেলছেন না কোহলি। বিশ্রামে আছেন তিনি। তবে ধারণা করা হচ্ছিল আগামী মাসে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে সাদা বলের ক্রিকেটে ফিরবেন কোহলি।
কিন্তু ভারতের সাবেক অধিনায়ক ওই সফর দিয়ে ফিরলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন না। শুধু টেস্টে দেখা যাবে তাঁকে। সাদা বলের ক্রিকেট থেকে কোহলি আপাতত দূর থাকতে চান বলে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি বিশ্বস্ত সূত্র তাদের বলেছে, ‘সে (কোহলি) বিসিসিআই ও নির্বাচকদের জানিয়েছে, সাদা বলের ক্রিকেট থেকে তার বিশ্রাম দরকার।
যখন সে চাইবে, আবার ফিরবে। এ মুহূর্তে সে শুধু লাল বলের ক্রিকেট খেলতে চায়। এর মানে দক্ষিণ আফ্রিকায় তাকে দুটি টেস্ট ম্যাচে পাওয়া যাবে।’
সাদা বলের ক্রিকেট থেকে কোহলির এই বিরতি মনে প্রশ্নের উদ্রেক ঘটানো স্বাভাবিক। তাহলে কি কোহলি এই দুই সংস্করণ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে পুরো মনোযোগ টেস্টে দিতে চান? যদিও এমন কোনো আভাস এখনো তিনি দেননি।
দক্ষিণ আফ্রিকা সফরেও সাদা বলে তাঁর না ফেরার একটি সম্ভাব্য কারণ অবশ্য পাওয়া গেছে। কোহলির স্ত্রী আনুশকা শর্মা নাকি অন্তঃসত্ত্বা। নতুন বছরে তাঁদের ঘরে নতুন সদস্য আসতে পারে। তাই ওই সময়টা পরিবারের সঙ্গে থাকতে চান কোহলি।