দুর্নীতি মামলায় খালাস পেলেন নওয়াজ শরীফ

পাকিস্তানের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আলোচিত অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলা থেকে খালাসের আদেশ দিয়েছেন। একই মামলায় তাঁর মেয়ে ও জামাই ইতোমধ্যে খালাস পেয়েছেন। স্থানীয় সময় বুধবার লন্ডনে চারটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনা সংক্রান্ত এই দুর্নীতির মামলা থেকে খালাস দেওয়া হয় তাঁকে। 

প্রধান বিচারপতি আমের ফারুকের নেতৃত্বে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) একটি দুই বিচারপতির বেঞ্চ, এই মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে নওয়াজ শরীফের আপিল মঞ্জুর করেছেন।

অবৈধ অর্থ দিয়ে যুক্তরাজ্যের লন্ডনে সম্পদ গড়ার অভিযোগে ২০১৮ সালে অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।  নির্বাচনের আগে দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নওয়াজ শরীফের জন্য বড় একটি স্বস্তি। তবে নওয়াজ শরীফের বিরুদ্ধে এখনও আল-আজিজিয়া স্টিল মিল মামলার রায় বহাল রয়েছে। ২০১৮ সালে আল-আজিজিয়া মামলায় নওয়াজকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন তিনি।

নওয়াজ শরীফ পাকিস্তানের একমাত্র প্রধানমন্ত্রী যিনি তিনবার এই দায়িত্বে ছিলেন। ১৯৯০ থেকে ১৯৯২, ১৯৯৭ থেকে ১৯৯৯ এবং ২০১৩ থেকে ২০২৭। কিন্তু একবারও মেয়াদও শেষ করতে পারেননি।

সূত্র: আনাদোলু

LEAVE A REPLY