কেমন আছেন পরমব্রতের নববধূ

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী বিয়ে করেছেন ২৭ নভেম্বর। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে সোমবার সন্ধ্যায় ভবানীপুরে ‘ক্লোজড ডোর’ রিসেপশনে হাজির হয়েছিলেন পরমব্রতর প্রিয়জনরা। প্যাস্টেল বেনারসিতে সেজে ঝলমলে পিয়া অতিথিদের অভ্যর্থনা জানান। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বিয়ের পরদিন দুপুরেই অসুস্থতার কারণে ঢাকুরিয়া আমরিতে ভর্তি হন পিয়া। পরীক্ষার পর স্পষ্টই জানা গেছে, তার কিডনিতে দিন কয়েক আগে যে স্টোন ধরা পড়েছিল সে কারণেই এ অবস্থা তার। ওই দিনই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন।

কিডনিতে পাথর নিয়ে বেশ কয়েক দিন ধরেই ভুগছিলেন পিয়া চক্রবর্তী। সোমবার মধ্যরাতে অসহ্য যন্ত্রণা শুরু হয়। মঙ্গলবার সফল অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন পিয়া।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ অস্ত্রোপচার শেষ হয়। এখন সুস্থ আছেন পিয়া। তবে হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তা স্পষ্ট নয়।  

২৪ ঘণ্টা পিয়াকে পর্যবেক্ষণে রেখে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। কবে পুরোপুরি সুস্থ হয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ের যোধপুর পার্কের বাড়িতে ফিরবেন পিয়া- তার অপেক্ষায় রয়েছেন নবদম্পতি। তবে অসুস্থ স্ত্রীকে সারাক্ষণ আগলে রাখছেন পরমব্রত।

LEAVE A REPLY