গায়ককে বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল

বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। ‘ও জান রে’ শিরোনামের একটি গানের ভিডিও চিত্রে অভিনয় করতে গিয়ে গায়ক সৈয়দ অমির সঙ্গে পরিচয়, পরে বিয়ে।  

তিন বছর আগে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিয়ে নিয়ে কথা বলেন নায়িকা।

এ বিষয়ে আঁচল বলেন, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লায় আমরা বিয়ে করি। কারণ অমির বাড়ি হলো কুমিল্লায়। এর পরপরই আমার শাশুড়ি করোনায় আক্রান্ত হন। টানা ১ মাস ছিলেন হাসপাতালে। শাশুড়ি মারা যাওয়াতে স্বাভাবিকভাবেই আমরা ভেঙে পড়ি। তাই বিয়ের খবর জানানো হয়নি। তবে দুই পরিবারের সদস্যদের নিয়েই ছোট পরিসরে আমাদের বিয়ের আয়োজন হয়েছিল।

তিনি জানান, সেই বছরই তারা হানিমুনে গিয়েছিলেন। ঘুরেছেন মালোয়েশিয়া ও সিঙ্গাপুর।

বিবাহপরবর্তী জীবন প্রসঙ্গে এই নায়িকা বলেন, খুব ভালো সময় কাটছে আমাদের। বলা যায়, এখনই আমরা প্রেম করছি।

গানটি মুক্তির পর দুজনের সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। প্রকাশ্যে তাদের প্রেম নিয়ে কথাও বলেছিলেন আঁচল। তবে বিয়ের বিষয়টি সব সময় এড়িয়ে গেছেন।

২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে ঢালিউড নায়িকা আঁচলের আত্মপ্রকাশ। ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এ পর্যন্ত দেড় ডজন সিনেমায় কাজ করেছেন এই নায়িকা। সিনেমার পাশাপাশি ওয়েবসিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি।

LEAVE A REPLY