নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রিটিশ আমলের একটি পিলার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামে আবুল কালাম বেপারীর বাড়ি থেকে এ পিলারটি উদ্ধার করা হয়।
ব্রিটিশ আমলের পিলার উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার নারী পুরুষ এসে সেটিকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামে আবুল কালাম বেপারীর বাড়িতে বহুতল ভবন নির্মাণের বেইজ তৈরির জন্য মাটি খুঁড়া হয়। একপর্যায়ে একটি বেইজের মাটি খুঁড়তে গিয়ে শ্রমিক মাসুদ রানার কোদালের সঙ্গে আঘাত লাগে ব্রিটিশ পিলারটির। এ সময় তার শরীরে ইলেকট্রিক শক অনুভূত হয়। প্রথমে বিদ্যুৎ মনে হলেও পরবর্তীতে শক্ত-সদৃশ কিছু দেখতে পান। এটি সাবধানতার সঙ্গে মাটি সরিয়ে তুলে আনা হয়। এ সময় মানুষের মুখে মুখে অনেক মুখরোচক গল্প শোনা যায়।
এলাকাবাসীর অভিমত, ব্রিটিশ আমলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রিটিশ সরকার এগুলো বিভিন্ন স্থানে পুঁতে রেখেছিলেন। সেই সময় থেকে এগুলো মূল্যবান হওয়ার কারণে এ দেশ থেকে চুরি হয়ে যায়। উদ্ধারকৃত পিলারের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাড়ির মালিক আবুল কালাম বেপারী বলেন, বাড়িতে পিলার পাওয়ার পর আমি ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবগত করেছি। রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের হেফাজতে থাকা উচিত তাই পুলিশকে বিষয়টি অবহিত করেছি।
সোনারগাঁ থানার ওসি মো. মাহাবুব আলম বলেন, ব্রিটিশ পিলারটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।