নারী ফুটবলারদের কাছে কামিন্সদের হার

এ বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ জেতার পাশাপাশি অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু এত সাফল্যের পরও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্রীড়া সম্মান জুটল না প্যাট কামিন্সদের ভাগ্যে।

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেট দলকে টপকে শুক্রবার ‘দ্য ডন’ নামের এই পুরস্কার জিতেছে দেশটির নারী ফুটবল দল। এ বছর দেশের মাটিতে নারী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া।

নারী-পুরুষ মিলিয়ে ফুটবল বিশ্বকাপে যা তাদের সেরা সাফল্য। বিচারকদের কাছে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জেতার চেয়ে মাটিলডা নামে পরিচিত নারী ফুটবল দলের অর্জনকে বেশি তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। 

দ্য স্পোর্ট অস্ট্রেলিয়া হল অব ফেম প্রতি বছর ক্রীড়াক্ষেত্রে এ পুরস্কার দেয়। অস্ট্রেরিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের নামে ১৯৯৮ সালে ‘দ্য ডন অ্যাওয়ার্ড’ চালু হওয়ার পর মাত্র তৃতীয় দল হিসাবে এই পুরস্কার জিতল নারী ফুটবল দল।

এর আগে ২০০৬ সালে পুরুষ ফুটবল দল ও ২০২০ সালে জিতেছিল নারী ক্রিকেট দল। গত বছর ডন অ্যাওয়ার্ড জিতেছিলেন টেনিস তারকা অ্যাশলে বার্টি। 

LEAVE A REPLY