প্রতীকী ছবি
এক মার্কিন নারীর সবচেয়ে খারাপ দুঃস্বপ্নটি সত্যি হয়েছিল। কারণ তিনি ভুলবশত তাঁর বিয়ের আংটিটি আবর্জনার মধ্যে ফেলে দিয়েছিলেন। পরে পরিচ্ছন্নতাকর্মীরা ২০ টন আবর্জনা ঘেটে আংটিটি খুঁজে পান।
পরিষ্কার-পরিচ্ছন্নতা সেবাদানকারী কম্পানি উইন্ডহ্যাম জেনারেল সার্ভিসেসের পরিচালক ডেনিস সেনিবাল্ডি বলেছেন, তিনি শহরের একজন জনপ্রতিনিধির কাছ থেকে একটি ফোন পেয়েছিলেন।
যিনি তাকে এমন একজন বাসিন্দার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন, যার বিয়ের আংটি ঘটনাক্রমে আবর্জনার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেছে।
ডেনিস জানিয়েছেন, ওই নারী তাঁর আংটি ফিরে পেয়ে ‘খুব খুশি’ হয়েছেন। ডাব্লিউএইচডিএইচ-টিভিকে ডেনিস বলেছেন, ‘তিনি আমাকে কিছু বিবরণ দিয়েছিলেনন : কোন সময়ে তার স্বামী আবর্জনাগুলো ফেলেছিলেন, আবর্জনার ব্যাগে কী ছিল, তিনি কী ধরণের গাড়ি চালাচ্ছিলেন।’
তিনি আরো বলেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না।
অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হবে। এটি পাতার স্তূপের মধ্যে একটি নির্দিষ্ট পাতা খোঁজার চেষ্টা করার মতো। কারণ সবকিছু একই রকম দেখায়।’
কম্পানির পরিচালক বলেন, ‘আমি আংটিটি ধরেছিলাম।
এটি নিয়ে আসি এবং পরিষ্কার করে তাঁকে ডাকি। বুধবার তার হৃদয় ভেঙে গিয়েছিল। শুক্রবার তিনি তার চেয়েও বেশি আনন্দিত ছিলেন।’
ডেনিস জানিয়েছেন, আর ১৫ মিনিট দেরি হলে আংটিটি ধ্বংস হয়ে যেত।
সূত্র : এনডিটিভি