বিশ্বকাপ নিয়ে ভাবছেন না মেসি

২০২৬ বিশ্বকাপেও মেসিকে কি দেখা যাবে? ছবিঃ এএফপি

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল ছাড়বেন কবে? কাতারে বিশ্বকাপ জেতার পর থেকেই মেসিকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অনেকবার। মেসিও জানিয়েছেন, যতদিন সম্ভব খেলা চালিয়ে যাবেন। তবে কি ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে? তবে আপাতত প্রায় তিন বছর দূরের বিশ্বকাপ নিয়ে ভাবছেন না আর্জেন্টাইন তারকা। তার ভাবনায় এখন শুধু আগামী বছরের কোপা আমেরিকা।

গত জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নাম লেখান মেসি। মেজর লিগ সকারের দলটির হয়ে বেশ ভালো সময় পার করেছেন ৩৬ বছর বয়সী মেসি। এই দেশেই হবে আগামী বছর কোপা আমেরিকা। আর ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বৈশ্বিক আসর।

২০২৬ বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯। বিশ্বকাপে খেলতে হলে ফিটনেস থাকতে হয় উঁচু মানের। মেসি কি পারবেন সেই ফিটনেস ধরে রাখতে? ইদানিং ফিটনেস নিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে মেসিকে। তাই লিওনলে মেসির বিশ্বকাপে খেলা নিয়েও তৈরি হচ্ছে নানান প্রশ্ন।

এ ব্যাপারে মেসি কি বলছেন? সম্প্রতি আর্জেন্টাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন,’আমি বিশ্বকাপ নিয়ে ভাবছি না এবং শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি না যে আমি খেলতে পারব না কারণ যেকোন কিছু ঘটতে পারে। আমার বয়সের কারণে, সবচেয়ে স্বাভাবিক বিষয় হল আমি সেখানে (বিশ্বকাপ) থাকব না। দেখা যাক কি হয়।’

আপাতত কোপা আমেরিকা নিয়েই যত ভাবনা মেসির,’মনে হচ্ছে, আমরা কোপা আমেরিকায় ভালো করব এবং সাফল্যের জন্য কাজ চালিয়ে যেতে হবে। হয়তো না, বাস্তবতা অনেক কঠিন।

এখন আমি কোপা আমেরিকা নিয়ে ভাবছি, এরপর ভাববো, বিশ্বকাপে খেলব কি না।’

মেসি আরো বলেছেন,’বিশ্বকাপের সময় বয়সের এমন একটা পর্যায়ে পৌঁছব, আমাকে বিশ্বকাপে খেলতে অনুমতি দিবে না। আমি বলেছি, বিশ্বকাপে খেলব এমনটা ভাবছি না। যতদিন আমি মনে করব, আমি ভাল আছি এবং অবদান রাখতে পারছি ততদিন খেলে যাব। আজ আমি যা ভাবছি তা হল কোপা আমেরিকা নিয়ে। এর পরে, সময়ই বলে দেবে আমি সেখানে (বিশ্বকাপে) আছি নাকি না নেই।’ এএফপি

LEAVE A REPLY