ইসরায়েলি সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় চার শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে শনিবার জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গতকাল (শুক্রবার) হামাস কার্যকরী বিরতি লঙ্ঘন করেছে। প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করেছে।’
সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকার ‘খান ইউনিস এলাকায় ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
’
সেনাবাহিনী দাবি করেছে, ‘ইসরায়েলি বিমানবাহিনীর যুদ্ধবিমান একটি মসজিদের ভেতরে ইসলামিক জিহাদের অপারেশনাল কমান্ড সেন্টারে আঘাত করেছে। ইসরায়েলি নৌবাহিনীর সেনারা হামাসের নৌবাহিনীর ব্যবহৃত সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির সমাপ্তি ঘোষণা করার পর শুক্রবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আবারও বোমা হামলা শুরু করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৭৮ ফিলিস্তিনি নিহত এবং ৫৮৯ জন আহত হয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি-বন্দি অদলবদল এবং সহায়তা বিতরণের সুযোগ দিতে সাময়িকভাবে যুদ্ধ বন্ধের চুক্তির অংশ হিসেবে ২৪ নভেম্বর এই মানবিক বিরতি শুরু হয়েছিল।
হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু ও নারী। ইসরায়েলি সরকারের হিসাবে, হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি