মনোনয়ন বাতিলের খবরে জেদের কথা বললেন মাহিয়া মাহি

চলচ্চিত্র তারকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী-১ থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন চলচ্চিত্র তারকা মাহিয়া মাহি! সংসদ সদস্য হতে চেয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। কিন্তু আজ দুপুরে জানা গেছে, মাহির মনোনয়ন বাতিল হয়ে যায়।

মনোনয়ন বাতিলের খবর জানার পরই ফেসবুকে পোস্ট করেছেন এই নায়িকা। তবে সেই পোস্টে নেই মনোনয়ন বাতিলের বিষয়।

সেখানে তুলে ধরেছেন নিজের জেদের বিষয়টা।

তিনি লিখেছেন, ‘জেদ একটা মারাত্মক ম্যাজিক্যাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না, একটা মানুষের পজিটিভ জেদ ওই মানুষটাকে দিয়ে কী কী করাতে পারে। আপনি কাউকে একবার খাবার নিয়ে খোঁটা দিন, দেখবেন পরবর্তী সময়ে সে না খেয়ে থাকছে; কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না।

আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশির ভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।’

তিনি আরো যোগ করেছেন এভাবে, ‘টাকা নিয়ে খোঁটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোঁটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে।’

তবে পোস্টের শেষে জেদকে ইতিবাচক হিসেবে দেখতে বলেছেন নায়িকা।

তিনি বলেছেন, ‘সব মানুষের জেদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জেদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেওয়ার জেদ। আমিও করতে পারি, এটা প্রমাণ করার জেদ।’

উল্লেখ্য, সংসদ সদস্য হওয়ার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করছেন এই নায়িকা।

এর আগে তিনি আওয়ামা লীগের কাছে উপনির্বাচনের প্রার্থী হতে চেয়েছিলেন। এবারও আওয়ামী লীগের হয়ে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কেনেন। সেটাও আজ বাতিল হয়ে যায়।

LEAVE A REPLY