আচরণবিধি লঙ্ঘন করায় বিএনএমের ভারপ্রাপ্ত সভাপতিসহ ৭ প্রার্থীকে শোকজ

প্রতীকী ছবি

একের পর এক শোকজ করার পরও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা থামছে না। আজ রবিবারও আচরণবিধি লঙ্ঘনের দায়ে আরো সাতজন প্রার্থীকে শোকজ করা হয়েছে। গত তিন দিনে নির্বাচনী অনুসন্ধান কমিটি অর্ধশতাধিক প্রার্থীকে শোকজ করেছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, সাত সংসদীয় আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি সাতজন প্রার্থীকে পৃথক পৃথক শোকজ নোটিশ পাঠিয়েছে।

এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ফরিদপুর-১ আসনের প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর রয়েছেন।

এ ছাড়া রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়েছে। প্রার্থীদের কাছে আচরণবিধি লঙ্ঘন করার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত যশোর-৬ আসনের প্রার্থী ও সংসদ সদস্য শাহীন চাকলাদার, নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহীম, ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলোচিত হাজি সেলিমের পুত্র মোহাম্মদ সোলায়মান সেলিম, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক এবং কক্সবাজার-৩ আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমল।

LEAVE A REPLY