কপ২৮ সম্মেলনের মধ্যে বায়ুদূষণের কবলে দুবাই

জাতিসংঘের জলবায়ু সম্মেলনের চতুর্থ দিন গতকাল সম্মেলনস্থল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ঝাঁ-চকচকে ভবনগুলো ঢেকে গিয়েছিল কুয়াশার চাদরে। এদিন বাতাসে ক্ষুদ্র কণা পিএম২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ১৫৫ মাইক্রোগ্রামে পৌঁছায়। কপ২৮ সম্মেলনের প্রথম কয়েক দিনই দুবাইয়ে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি লক্ষ্য করা গেছে। বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার প্রতিনিধি জড়ো হওয়ার কারণে শহরটিতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়।

জলবায়ু সম্মেলনের চতুর্থ দিনটি নির্ধারিত ছিল ‘স্বাস্থ্য’ দিবস হিসেবে। এদিন আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল বায়ুর মান ও পরিবেশদূষণের অস্বাস্থ্যকর প্রভাব। গতকাল সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বীমা ক্ষেত্রে সংস্কারের আহবান জানিয়ে বলেন, ‘তারা দায়সারা আচরণ করছে। বাড়িঘরের বীমা করছে না।

ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তাও দিচ্ছে না।’

কয়লা শক্তি থেকে সরে আসার জন্য ভিয়েতনাম সাড়ে ১৫ বিলিয়ন ডলারের পরিকল্পনা প্রকাশ করেছে। তবে এই অর্থ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম বলে পরিবেশবাদীরা সতর্ক করেছেন। এদিকে এ বছর কপ২৮ সম্মেলনে চিকিৎসক, আন্দোলনকর্মী ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির হাত থেকে মানুষকে রক্ষার জন্য আরো জোরদার বৈশ্বিক প্রচেষ্টার আহবান জানিয়েছেন।

গতকাল আয়োজক দেশ আমিরাতের নির্গমনের প্রমাণ দাখিল করে দেশটির সমালোচনা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর। মিসরের সুয়েজ খালের অর্থনৈতিক অঞ্চল ও নরওয়ের প্রতিষ্ঠান স্কাটেক এএইএ সবুজ জ্বালানি দিয়ে জাহাজ চলাচলের জন্য ১.১ বিলিয়ন মার্কিন ডলারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বলে সুয়েজ খাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

এদিকে গতকাল একটি বৈশ্বির নিরাপত্তা সংস্থা জলবায়ু মোকাবেলায় ২১টি সুরক্ষা পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে। এ ছাড়া ইন্দোনেশিয়া ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সিরিবন-১ কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের মালিকদের সঙ্গে একটি অস্থায়ী চুক্তিতে সম্মত হয়েছে।  

সূত্র : বিবিসি, রয়টার্স, এপি

LEAVE A REPLY