‘নচিকেতার ক্যান্সার’, মঞ্চেই জবাব দিলেন গায়ক

নচিকেতা

৩০ বছর ধরে টিঁকে থাকার লড়াই, সবুজ থাকার লড়াই। প্রত্যেকবারই জয়ী হয়েছেন তিনি। কিন্তু খুব মসৃণ ছিল কি সেই পথটা? না, মোটেও না। তবে সেই পথ তিনি পাড়ি দিয়েছেন ভক্তদের ভালোবাসায়।

নচিকেতাকে নিয়ে অনুরাগীদের যে আবেগ রয়েছে, তা যেন অনেকাংশে দায়িত্ব বাড়িয়ে দেয় শিল্পীর। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ভালোবাসাই যেন কাল হয়ে দাঁড়ায় গায়কের জন্য। 

ভারতীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’-এর একটি প্রতিবেদন অনুসারে, সম্প্রতি কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠান করেছেন তিনি। যা কিনা মাতিয়ে রেখেছিল সবাইকে।

সেখানেই ক্যান্সারের গুঞ্জন সম্পর্কে কথা বলেন গায়ক। মঞ্চে উঠে নচিকেতা বলেন, ‘মানুষ প্রতিবারই নানা ধরনের প্রেডিকশন করে। আর পারবে নচিকেতা বিষয়টা ধরেই নেয় সকলে। এক একবার এক একরকম।

কেউ বলে আর শো করতে পারছেন না, কারও মতে আবার ক্যান্সার হয়েছে। যাদের সঙ্গেই দেখা হয় গ্রিনরুমে একটাই প্রশ্ন, শরীর ভালো তো? বুঝে নতে হবে ওর কাছে আর কোনও প্রশ্ন নেই।’

নচিকেতা চক্রবর্তীর শরীরে কঠিন রোগ বাসা বেঁধেছে এ কথা আগেও বহুবার ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে বারবার এ বিষয়টি জানালেও মানুষের মধ্যে কৌতুহলের শেষ নেই। নচিকেতা আক্ষেপ করে বলেন, মানুষ তাকে দেশের অর্থনীতি থেকে শুরু করে নতুন কিছু লিখেছেন কিনা কখনও জিজ্ঞেস করে না।

অনুষ্ঠানে রীতিমতো তাকে নিয়ে হওয়া ক্যান্সারের খবরে সোচ্চার হন তিনি। নচিকেতা বলেন, ‘আর কতবার বলব আমার ক্যান্সার হয়নি। আপনারা বলে বলে করিয়ে দেবেন এবার।’ 

শিল্পীর কথায়, জীবন যতক্ষণ রয়েছে ততক্ষণ লড়াই করে যেতে হবে, আশা রাখতে হবে মনে। কারণ, ততক্ষণ সম্ভাবনা থাকে। সত্যিই বোধহয় নচিকেতা চক্রবর্তী বলেই এটা সম্ভব। জীবনের যেকোনও পরিস্থিতিতে তিনি ফিরে আসার ক্ষমতা দেখিয়েছেন বারবার। তাই আজও তিনি সকলের কাছে এতটাই প্রিয়।

LEAVE A REPLY