হাতুরাসিংহের ভোট নাজমুলের বাক্সে

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। সিলেটে প্রথম টেস্টে নাজমুলের অধিনায়কত্ব বেশ প্রশংসা কুড়িয়েছে। ফিল্ডিং সাজানো থেকে শুরু করে নাজমুলের বোলিং পরিবর্তন নজর কেড়েছে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহের। দ্বিতীয় টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে আজ হাতুরাসিংহে নিজেই এমন কথা জানিয়েছেন।

পালাবদলের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশ দলে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তাই নাজমুলকে বড় প্রার্থী হিসেবে দেখছেন হাতুরাসিংহে, ‘তাকে অধিনায়ক করার সিদ্ধান্ত বোর্ডের। যখন সঠিক সময় আসবে তারা এই সিদ্ধান্ত নেবে। অবশ্যই সে একজন শক্ত প্রার্থী (ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার পথে)। তার সামনে অনেক লম্বা পথ বাকি।

সিলেট টেস্টে নাজমুলের অধিনায়কত্ব কোচ হিসেবে কেমন দেখেছেন এমন প্রশ্নে হাতুরাসিংহের উত্তর, ‘অধিনায়কত্ব এবং নেতা দুই জিনিস। অধিনায়ক হিসেবে সে দারুণ ছিল। টেকটিক্যালি দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের বেশির ভাগ সময় অধিনায়ক হিসেবে সে সামনের কাতারে ছিল।

তার ফিল্ডিং সাজানো অসাধারণ ছিল। মাঝে মাঝে আনঅর্থোডক্স ছিল কিন্তু সেটা খুবই কাজে দিয়েছে। নেতা হিসেবেও সে এগিয়ে ছিল। ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।’

LEAVE A REPLY