ঋণ পরিশোধে ব্রাজিলের তারকার বাড়ি নিলামে

দুবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক ফুটবলার কাফু দেনার দায়ে জর্জরিত। ঋণ পরিশোধের জন্য সাও পাওলোতে তার বিলাসবহুল বাড়িটি তোলা হলো নিলামে।

৫৩ বছর বয়সি ব্রাজিলীয় লিজেন্ড কাফুকে দেনা মেটাতে সময় দেওয়া হয়েছিল মাত্র ৪৫ দিন। ফলে বাধ্য হয়ে ৬৫ লাখ পাউন্ডের বাড়িটি তিনি মাত্র ৪০ লাখ পাউন্ডে বিক্রি করে দিলেন।

কাফুর প্রাসাদোপম বাড়িতে রয়েছে একটি সিনেমা হল ও ফুটবল মাঠ। খবর লন্ডনের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান-এর। রোমা ও এসি মিলানের সাবেক রাইট-ব্যাক কাফু ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসাবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলেছেন।

LEAVE A REPLY