বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে

দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। প্রতীকী ছবি

রাজধানীসহ দেশের অনেক জায়গার আকাশ গতকাল বুধবার সকাল থেকেই ছিল মেঘলা। হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে কোনো কোনো জায়গায়। তবে আজ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের বেশির ভাগ অঞ্চলেই হালকা থেকে মাঝারি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ।

এর মধ্যে আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল কালের কণ্ঠকে বলেন, বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে। তবে অনেক বেশি না, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

দু-এক জায়গায় বৃষ্টি কিছুটা বেশিও হতে পারে।

মূলত ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে আসা মেঘমালা থেকেই ডিসেম্বর মাসে এই বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গত মঙ্গলবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানে। আঘাতের পর এটি দুর্বল হয়ে পড়ে।

পরে লঘুচাপে পরিণত হয়ে গতকাল সন্ধ্যায় উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবেই উত্তর বঙ্গোপসাগর ও তদসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

আজও চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং  কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ১৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেওয়া শতর্কবার্তায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

এতে বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

LEAVE A REPLY