অনেক কাজের কথা হচ্ছে, নির্বাচনের জন্য আটকে আছে

অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা

কেমন আছেন?

এইতো, ভালো আছি। বৃষ্টির দিন, সারা দিন বাসায় সময় কাটছে। আবহাওয়াটা বেশ উপভোগ করছি।

৬ ডিসেম্বর ফেসবুকে আপনার এক কোটি অনুসারী পূর্ণ হলো, কেমন লাগছে?

আমি ফেসবুকে অতটা অ্যাক্টিভ থাকি না।

অনেকে বলেন, এখানে অনুসারী বাড়াতে হলে প্রচুর লাইভ করতে হয়, প্রচুর পোস্ট করতে হয়। আমি কিন্তু লাইভ করিইনি। পোস্টও মন চাইলে করি, নইলে করি না। তবে আমার অনুসারীদের ভালোবাসা জানাই।

তাঁরা আমাকে খুঁজে খুঁজে বের করে দীর্ঘদিন সঙ্গেই আছেন। অনেক অভিনেতা-অভিনেত্রী অনুসারীদের সঙ্গে গেট টুগেদার করেন, আমি কিন্তু তা-ও করি না। এর পরও সবাই আমাকে যে ভালোবাসা দিয়েছেন এর তুলনা হয় না। এই যে ফেসবুকে এক কোটি অনুসারী হয়েছে বলেই সবাই আমার ভক্ত, তা কিন্তু নয়! এর বাইরে অনেকেই আছেন যাঁরা ফেসবুক বোঝেন না, ইন্টারনেট চালাতে জানেন না, তাঁরাও কিন্তু আমার ভক্ত, সবার প্রতিও রইল ভালোবাসা।

নতুন কী করছেন?

একদমই কিছু করছি না। অনেক কাজের কথা হচ্ছে। তবে নির্বাচনের জন্য আটকে আছে। আসলে শুধু আমি নই, অনেকেই নির্বাচন শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। নির্বাচন শেষ হলে মিডিয়ায় কাজের গতি তৈরি হবে।

আমার বিশ্বাস, তখন একযোগে নাটক-সিনেমা থেকে শুরু করে স্টেজ শো, কনসার্ট—সব চলবে।

আপনার প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ দারুণ সাড়া পেয়েছিল। এরপর আর সিরিজ করলেন না কেন!

‘হোটেল রিল্যাক্স’-এ আমি কিন্তু অতিথি শিল্পী ছিলাম। তবে চরিত্রটির গুরুত্ব ছিল। ভালো সাড়াও পেয়েছিলাম। এরপর আরো সিরিজ করার ইচ্ছা ছিল, কিন্তু প্রস্তাব কই! কয়েক মাস ধরে খেয়াল করলে দেখবেন, সেই অর্থে কাজ হচ্ছে না মিডিয়ায়। ওয়েব ছবি, ওয়েব সিরিজ বলেন আর সিনেমা বলেন, আমার জানামতে শুটিং হয়েছে হাতে গোনা মাত্র দু-একটি। অনেকেই গল্প-চিত্রনাট্য তৈরি করে অপেক্ষায় আছেন। নির্বাচন শেষ হলেই শুরু হবে কাস্টিং ও শুটিং।

অনেকে দেশের বাইরে শো করতে যাচ্ছেন। আপনি যাচ্ছেন না?

প্রথম থেকেই দেশের বাইরে শো করি কম। এখনো প্রস্তাব আছে কয়েকটি দেশে শো করার, তবে আপাতত ইচ্ছা নেই। এমনিতে বেছে বেছে কাজ করছি এক দশক ধরে। এভাবেই চলতে চাই। 

থার্টিফার্স্টের পরিকল্পনা নেই?

আমি দেশেই আছি। পরিবার নিয়ে বিশেষ এই দিনটি কাটাতে চাই।

LEAVE A REPLY