গম্ভীরের সঙ্গে বিবাদ, আইনি নোটিশ পেলেন শ্রীশান্ত

গম্ভীরের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো ঘটনায় শ্রীশান্তকে আইনি নোটিস পাঠিয়েছে লেজেন্ডস লিগ কমিটি।

লেজেন্ডস ক্রিকেট লিগের ম্যাচে দ্বন্দ্বে জড়ান ভারতের সাবেক দুই ক্রিকেটার ইন্ডিয়া ক্যাপিটালসের ব্যাটার গৌতম গম্ভীর ও গুজরাট জায়ান্টসের বোলার শান্তাকুমারন শ্রীশান্ত। এরপর গম্ভীরকে নিয়ে সমজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করেন শ্রীশান্ত। এই ঘটনায় তাকে আইনি নোটিস পাঠিয়েছে লেজেন্ডস লিগ কমিটি। টুর্নামেন্ট চলাকালীন শেয়ার করা পোস্ট সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীশান্তের অভিযোগ গম্ভীর তাকে ‘ফিক্সার’ বলেছেন। কিন্তু লিগ চলাকালীন এই পোস্ট নিয়মবিরুদ্ধ বলে জানিয়েছে আয়োজকরা। শ্রীশান্ত এবং গম্ভীরের মধ্যে মাঠে যে ঝামেলা হয়েছিল, তা নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন আম্পায়ারাও। সেখানে শ্রীশান্তকে গম্ভীর যে ‘ফিক্সার’ বলেছেন, তার উল্লেখ নেই।

ঘটনার সূত্রপাত, শ্রীশান্তের একটি ওভারে পরপর চার এবং ছয় মারেন গম্ভীর। তখন শ্রীশান্ত গম্ভীরের দিকে কড়া চোখে তাকান। পরের বলটি যায় ফিল্ডারের কাছে। তখন শ্রীশান্ত গম্ভীরকে কিছু একটা বলেন।

পাল্টা জবাব দেন গম্ভীরও। ঘটনা এখানে থেমে থাকেনি।

এরপর ইনস্টাগ্রামে শ্রীশান্ত শেয়ার করা একটি ভিডিওতে বলেন, ‘গম্ভীর এমন একজন, যে কোনো কারণ ছাড়াই সব সময় ঝগড়া করে। বীরু (শেবাগ) ভাইয়ের মতো বয়স্ক ক্রিকেটারদেরও সম্মান করে না। আজও ঠিক সেটাই হয়েছে।

কোনো কারণ ছাড়া আমাকে একটানা কিছু বলে যাচ্ছিল, যেটা খুব খারাপ।’

এরপর লাইভে এসে শ্রীশান্ত বলেন, ‘আমি আগে কিছু বলিনি। কোনো উসকানিও দিইনি। কিন্তু আমাকে বারবার বলতে লাগল, ফিক্সার, ফিক্সার, তুমি ম্যাচ ফিক্সার। আমার দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মকভাবে হাসছিল।

LEAVE A REPLY