প্রার্থিতা ফিরে পেলেন মাহি বি চৌধুরী

মাহী বি চৌধুরী। ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিকল্পধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী। আজ রবিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান।

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে গ্যারান্টার ঋণ খেলাপের দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আপিল করেন।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর মাহি বি চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ইজ্জতের মালিক আল্লাহ। আমরা নির্বাচনে ছিলাম, নির্বাচনে আছি। আমরা শান্তির পক্ষে, বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।’

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ সুন্দর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আশা করছি, নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হবে।’

মাহি বি চৌধুরী বলেন, ‘বিক্রমপুরের (মুন্সীগঞ্জ) মানুষ শান্তির প্রতীক কুলা মার্কায় একত্রিত হবে। আমরা বলছি রাজনৈতিক চিটা, ময়লা, ধুলা, উড়িয়ে দেবে কুলা। শান্তির রাজনীতির পক্ষে বিক্রমপুরের মানুষ আবারও বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ।

LEAVE A REPLY