বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত
‘মানুষ’-এর প্রচারণা নিয়ে পরিকল্পনা কী?
আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাটের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন ভাই জানিয়েছেন, বৃহস্পতিবার একটা স্পেশাল শোয়ের আয়োজন করেছেন। সেই শোতে থাকব। শুক্রবার হয়তো হল ভিজিটেও যেতে পারি। জানি না, জিৎ দাদা আসবেন কি না! যদি আসেন তাহলে আলাদা করে পরিকল্পনা করতে হবে।
আমি সময় দেওয়ার জন্য প্রস্তুত।
ভারতে কেমন করল ছবিটি, জেনেছেন?
উৎসব ছাড়া এমন বড় ছবির ভালো ব্যবসা করাটা কঠিন। শুনেছি, অন্যান্য ছবির তুলনায় ‘মানুষ’-এর ব্যবসা সন্তোষজনক। মুক্তির তিন-চার দিন পর খোঁজ নিয়েছিলাম, তখন জেনেছিলাম দিল্লিতে ছবিটি দারুণ সাড়া পাচ্ছে।
বেশ কয়েকটি শো হাউসফুলও হয়েছে। জিৎ দাদাই প্রথম টালিগঞ্জে প্যান ইন্ডিয়া ছবি নির্মাণ শুরু করেছেন। ফল আসতে সময় লাগবে, তিনি সফল হবেন, সেই বিশ্বাস আছে।
‘মানুষ’-এ আপনি ছোট্ট একটি চরিত্রে, এই চরিত্র বাছলেন কেন?
প্রথমে সঞ্জয় সমদ্দার দাদা আমাকে ছবিটির জন্য বলেছিলেন।
গল্প শুনে কিছুটা আগ্রহী হয়েছিলাম। পরে জিৎ দাদার প্রডাকশন থেকেও আমাকে বলা হলো। তবে প্রথম দিকে একটু দ্বিধায় ছিলাম, দর্শক কিভাবে নেবে! তবে সঞ্জয় দাদা বললেন, তাঁরা এই চরিত্রে একজন তারকাই নেবেন। আমি না করলে হয়তো অন্য কেউ করবে। পুরো ছবিতে আমার দৃশ্য ১০ থেকে ১২টি, তবে বেশ গুরুত্বপূর্ণ।
নায়িকার দুটি গান বাদ দিলে তাঁর চরিত্রের চেয়ে আমারটার গুরুত্ব কম নয়। এখন তো শাহরুখ খানের ছবিতে সালমান খান, সালমান খানের ছবিতে শাহরুখ খানরা এ ধরনের চরিত্রে হাজির হচ্ছেনই। ‘মানুষ’ মুক্তির পর দুই বাংলার দর্শকের প্রশংসা পেয়ে মনে হয়েছে আমি সফল।
নতুন ছবির খবর কী?
‘দিগন্তে ফুলের আগুন’-এর শুটিং সম্পন্ন করলাম কিছুদিন আগেই। সত্যি বলতে, সব সময়ই বাণিজ্যিক ছবিতেই ফোকাস দিয়েছি, আগামী দিনেও দিতে চাই। অফট্র্যাকের গল্পের ছবি করলে এত দিনে আরো পাঁচ-সাতটা করতে পারতাম। অপেক্ষায় আছি এমন ছবির প্রস্তাবের, যেখানে গান-নাচ, রোমান্স, মারপিট থাকবে।
ওয়েব ছবি?
অনেক দিন ধরে দুটি ওয়েব ছবির পাণ্ডুলিপি বাসায়, সবে পড়তে শুরু করেছি। গল্প ভালো লাগলে দুটিই করব। সপ্তাহখানেকের মধ্যেই জানাতে পারব।
থার্টিফার্স্টে থাকবেন কোথায়?
একটা পরিকল্পনাতো আছেই। তবে ২০ ডিসেম্বরের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। মা দেশে ছিলেন না তিন মাস। শুক্রবারে ফিরেছেন, তাঁকে একটু সময় দিচ্ছি। পরিবারের সম্মতি পেলে থার্টিফার্স্টে দুবাই যাওয়ার ইচ্ছা আছে।