নাজমুল-তামিম বৈঠকে ঝুলে আছে ক্রিকেটারদের চুক্তি

নাজমুল-তামিম বৈঠকের পর কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করবে বিসিবি।

কয়েক দফা পেছানোর পর নাজমুল হাসান পাপন ও তামিম ইকবালের বৈঠক হয় গত ২৭ নভেম্বর। জানা যায়, নির্বাচনের পর বিপিএলের মাঝে আবার বসবেন তাঁরা। এই বৈঠকের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি ঝুলে আছে।

তামিম ইকবালের কাছ থেকে তাঁর ক্রিকেটীয় ভবিষ্যৎ জেনে তবেই নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকবেন সেই সিদ্ধান্ত নেবে বোর্ড।

আজ মিরপুরে তেমনটাই জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। 

সংবাদমাধ্যমকে জালাল বলেন, ‘আমরা অপেক্ষা করেছি। এর মধ্যে তামিমের ফিউচারের ক্রিকেট নিয়ে কী আলাপ-আলোচনা হয়েছে, আমি জানি না। তো তার থেকে জানতে হবে তার কমিটমেন্ট কী সামনের দিকে।

এটার ওপর বেস করে চুক্তির কথা চিন্তা করতে হবে।’

গত জুলাইয়ে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভাঙেন তামিম। বিশ্বকাপের দল ঘোষণার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে নানা নাটকীয়তার পর বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করেন এবং বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন এই বাঁহাতি ওপেনার।

এখন তামিমের জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত জানতে চায় বিসিবি। এই তথ্য না পাওয়া অবধি কেন্দ্রীয় চুক্তি ঘোষণা সম্ভব নয় বলে জানান জালাল। তিনি বলেন, ‘দেরি হবে। আমরা জানুয়ারি মাসেই জানার কথা। এটা আরো ১০-১৫ দিন পরে।

ফিউচার কী কমিটমেন্ট, নিজের কী পরিকল্পনা সেটা জানার ওপরও বেস করছে আমরা তাকে কিভাবে কেন্দ্রীয় চুক্তি দেব।’

এদিকে ৩১ ডিসেম্বর শেষ হবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আরেক নির্বচাক হাবিবুল বাশারের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ। সেখানে নতুন কাউকে দেখা যাবে কি না এ প্রসঙ্গে জালাল বললনে, ‘আমরা আলাপ-আলোচনা করছি, বোর্ডে আলাপ হচ্ছে। এটা বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা অপেক্ষা করছি। নিজেদের মধ্যে কোনো কিছু একটা ঠিক হলে আপনাদের জানিয়ে দেব।’

LEAVE A REPLY