হারিয়ে যাওয়া আংটির খোঁজে লন্ডন থেকে প্যারিস

প্রতীকী ছবি

প্যারিসের রিটজ হোটেলে হারিয়ে যাওয়া সাত লাখ ৫০ হাজার ইউরো মূল্যের একটি আংটি ভ্যাকুয়াম ক্লিনারে পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় আংটিটির দাম প্রায় আট কোটি ৯০ লাখ টাকা। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদন অনুসারে, আংটিটির মালিক একজন মালয়েশীয় নারী।

পেশায় ব্যবসায়ী ওই নারী ওই হোটেলের অতিথি ছিলেন। একজন কর্মচারী আংটিটি চুরি করেছেন বলে সন্দেহ করে শুক্রবার তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।

ওই ব্যবসায়ী পুলিশকে জানান, শুক্রবার তিনি কয়েক ঘণ্টার জন্য শহরে কেনাকাটা করতে গিয়ে আংটিটি তার হোটেল রুমের একটি টেবিলে রেখেছিলেন। যখন তিনি ফিরে আসেন, তখন আংটিটি সেখানে ছিল না।

পরে রিটজের নিরাপত্তারক্ষীরা রবিবার একটি ভ্যাকুয়াম ব্যাগে ধুলার মধ্যে আংটিটি খুঁজে পান। ফরাসি দৈনিক ল প্যারিসিয়েন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদপত্রটি বলেছে, ওই অতিথি শুক্রবার লন্ডনে চলে যান। কিন্তু এখন তার আংটির জন্য তিনি প্যারিসে ফিরে আসবেন।

এদিকে রিটজ বলেছে, তারা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য ওই অতিথিকে তিন রাত হোটেলটিতে থাকার প্রস্তাব দিয়েছে। তবে তিনি প্রস্তাবটি গ্রহণে আগ্রহী নন।

ল প্যারিসিয়েনকে দেওয়া এক বিবৃতিতে হোটেলটি বলেছে, ‘নিরাপত্তারক্ষীদের সূক্ষ্ম কাজের জন্য ধন্যবাদ, আজ সকালে আংটিটি পাওয়া গেছে। আমরা রিটজ প্যারিসের কর্মীদের ধন্যবাদ জানাতে চাই, যারা এই অনুসন্ধানের জন্য একত্র হয়েছেন এবং যারা প্রতিদিন সততা ও পেশাদারির সঙ্গে কাজ করেন।’

আংটির মালিক সংগ্রহ না করা পর্যন্ত পুলিশ আংটিটির দেখাশোনা করবে বলে জানিয়েছে।

LEAVE A REPLY