প্রার্থিতা ফিরে পেলেন আরো ৩৬ জন

নির্বাচন কমিশন ভবন। ছবি : সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা প্রার্থীদের আপিল শুনানির তৃতীয় দিনের প্রথম পর্বের কার্যক্রম শেষ হয়েছে। এতে প্রার্থীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই করে অবৈধ ৩৬ জনের মনোনয়নের বৈধতা ফিরিয়ে দেওয়া হয়েছে।

আর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রয়েছে ২১ জন প্রার্থীর। সিদ্ধান্ত পরে জানানো হবে তিনজন প্রার্থীর।

আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানিতে ইসির রায় অনুযায়ী এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিন সকাল ১০টায় আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সোমবার শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন।

দ্বিতীয় দিনের শুনানিতে ৯৩ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪১ প্রার্থীর আপিল খারিজ করে কমিশন।

রবিবার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ১০০টি আপিল আবেদন শুনানি করে নির্বাচন কমিশন ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয়।

LEAVE A REPLY