ম্যাডোনা
এর আগেও এই কাজ একাধিকবার করেছেন তিনি। কনসার্টে উপস্থিত হাজারও ভক্ত-অনুরাগীকে অপেক্ষা করিয়ে লাপাত্তা! এদিকে খেপে অস্থির দর্শক-শ্রোতারা। আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি করলেন বিশ্বখ্যাত পপতারকা ম্যাডোনা। বুধবার নিউ ইয়র্ক সিটিতে তারকার ‘সেলিব্রেশন ট্যুর’ কনসার্টে অপেক্ষা করতে করতে অনেকটা বিরক্ত হয়ে পড়েন ম্যাডোনাভক্তরা।
আর এই ঘটনায় টিকিটের টাকা ফেরত চাইছেন অসংখ্য দর্শক-শ্রোতা।
৬৫ বছর বয়সী এই গায়িকা প্রায় ১১টা পর্যন্ত পারফরম্যান্সের জন্য মঞ্চে আসেননি, যদিও তার সফরের মার্কিন লেগটি বার্কলেস সেন্টারে রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল।
তবে এই বিলম্বের পরেও ম্যাডোনা তাঁর ৪৫টি গানের সেট দিয়ে ভক্তদের স্তব্ধ করে দিয়েছিলেন, যা মধ্য দিয়ে তার রেকর্ড-ব্রেকিং ৪০ বছরের ক্যারিয়ার উদযাপন করেন। বিলম্বের পরেও একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ শো উপহার দিয়েছেন এই গায়িকা।
কনসার্টের শুরুতে যখন উদ্বোধনী পারফরম্যান্স দিতে ডিজে হানি ডিজন যখন রাত সাড়ে ৮টায় মঞ্চে আসেন, তখন জানা যায় যে প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্ব হচ্ছে শোটি। তবে রাত সাড়ে ১০টায় মঞ্চে আসেন ম্যাডোনা এবং নিজের পারফরম্যান্স শুরু করেন। তবে ম্যাডোনার এই বিলম্বে মঞ্চের পাশাপাশি সামাজিক মাধ্যমে ততক্ষণে শোরগোল শুরু হয়ে যায় ভক্তদের। এক্সে (টুইটার) একের পর এক টুইট করে ম্যাডোনাকে ভর্ৎসনা করেন অনুরাগীরা।
টিকিটের টাকাও ফেরত চান অধিকাংশ দর্শক-শ্রোতা।
পেজ সিক্স-এর প্রতিবেদন অনুসারে, একটি ঘনিষ্ঠ সূত্র প্রকাশ করেছে যে বিলম্বটি ঠিক ম্যাডোনার দোষ নয়, বরং মঞ্চে সাউন্ডের প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্ব হয়েছে। তবে কনসার্টে সময়সূচি বিলম্বিত হওয়া সত্ত্বেও ম্যাডোনা তার ১৪ হাজার ভক্ত-অনুরাগীকে নিরাশ করেননি। বিলম্বের পর তিনি মঞ্চে এসে নিজের চিরচেনা ছন্দেই পারফরম্যান্স করেছেন এবং দর্শকদের মাতিয়ে রেখেছেন।
ম্যাডোনা এই বছরের শুরুর দিকে তার সেলিব্রেশন ট্যুরের ইউরোপ অঞ্চলের সফর শুরু করেছিলেন।
তবে জুন মাসে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ম্যাডোনা, যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও বাড়িতে শয্যাশায়ী ছিলেন ম্যাডোনা। ক্রমাগত বমি করেছেন। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন গায়িকা। পপতারকার সঙ্গে ছিলেন তার এক মেয়ে ও দুই ছেলে। চিকিৎসকরা জানিয়েছিলেন, ৬৮ বছর বয়সে এসেও মঞ্চ মাতাচ্ছেন, ওয়ার্ল্ড ট্যুর করে বেড়াচ্ছেন ম্যাডোনা। তাই শরীরের ওপর অতিরিক্ত ধকল যাচ্ছে গায়িকার। যার ফলে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে সুস্থ হয়ে অবশেষে নিজের সফরের অবশিষ্ট সময়সূচি ফের শুরু করেছেন ম্যাডোনা। বর্তমানে আমেরিকা অঞ্চলের সফরসূচি শুরু করেছেন গায়িকা।