মুহিন খান। ছবি : সংগৃহীত
ওয়েব সিরিজে অভিনয় করবেন গায়ক-সুরকার-সংগীত পরিচালক মুহিন খান। ফেরারী ফরহাদের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নির্মিত হবে ‘ছাওয়াল’ নামের সিরিজটি। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পাবনায় হবে শুটিং। পরিচালকের নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা রঙ্গন মিউজিক।
মুহিন বলেন, “এই সিরিজে আমাকে তিন চরিত্রে পাবেন দর্শক। এর আগে ‘জীবন পাখি’ চলচ্চিত্রের একটি গানে ও কয়েকটি দৃশ্যে অভিনয় করেছিলাম। তবে এই গল্পের প্রধান চরিত্রটিই করব আমি। এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছি।
”