মাহফুজের সঙ্গে ‘মাতাল হাওয়া’ নিয়ে ফিরছেন শাবনূর

শাবনূর ও মাহফুজ আহমেদ

বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অভিনয় করেছেন অসংখ্যা চলচ্চিত্রে। বলা হয়ে থাকে রূপে গুনে অনবদ্য এক নায়িকা তিনি। তবে অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন এই নায়িকা।

স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ায়। সন্তান নিয়ে তিনি সেখানেই থাকেন তিনি। আজ তার জন্মদিন। জন্মদিন উপলক্ষে দেশে ফিরেছেন এই অভিনেত্রী।

তবে দেশে ফিরেই চমকে দিয়েছেন। ঘোসনা দিয়েছেন নতুন ছবির। মাঝে কয়েকবার অভিনয়ে ফিরছেন এমন গুঞ্জন শোনা গেলেও চূড়ান্ত কিছু শোনা যায়নি। তবে এবার সেই গুঞ্জনই সত্যি হলো।

দীর্ঘবিরতির পর চয়নিকা চৌধুরীর পরিচালনায় অভিনয়ে ফিরছেন শাবনূর। তাঁর বিপরীতে দেখা যাবে মাহফুজ আহমেদকে। ছবিটির নাম ‘মাতাল হাওয়া’।  সিনেমাটির মূল গল্প মাহফুজ আহমেদের। আর চিত্রনাট্য করেছেন রায়হান হক। নতুন সিনেমার খবর জানিয়ে চয়নিকা চৌধুরী বলেন,‘অনেক দিন ধরে আমাদের পরিকল্পনা চলছিল। এবার সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। তবে কবে নাগাদ শুটিং শুরু করবে এখনই বলতে পারছি না। আমাদের তাড়াহুড়ো নেই। এমন না যে আমাদের ঈদেই সিনেমাটি রিলিজ দিতে হবে। আস্তে ধীরে প্রস্তুতি নিয়ে তবেই মাঠে নামবো।’

1
পরিচালক চয়নিকা চৌধুরী ও শাবনূর


সিনেমাটি পরিচালকের সবশেষ মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’কেও ছাড়িয়ে যাবে জানিয়ে বলেন, ‘শাবনূরের সাথে অনেক দিন ধরেই কথা হচ্ছিলো। আমরা একটা ভালো গল্পের অপেক্ষায় ছিলাম। আমরা সেরকম একটা গল্প পেয়েছি। আশা করছি এটি প্রহেলিকা কেও ছাড়িয়ে যাবে। সবাই খুব পছন্দ করবেন মাতাল হাওয়া।’


উল্লেখ্য, নব্বইয়ের দশকে শাবনূরের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এই চলচ্চিত্রে শাবনূরের বিপরীতে অভিনয় করেন সাব্বির। ১৯৯৪ সালে জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহ’র বিপরীতে প্রথম অভিনয় করেন শাবনূর। এই চলচ্চিত্রটির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডের এই ‘স্বপ্নের নায়িকা’।


সালমান শাহর ২৭টি চলচ্চিত্রের মধ্যে ১৪টিতেই জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনূর। তাদের জুটি ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল জুটি। তাদের বেশির ভাগ চলচ্চিত্রই দর্শকনন্দিত ও ব্যবসাসফল। সালমান শাহর মৃত্যুর পর নায়ক রিয়াজ, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শাবনূর।
সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় উপস্থিত হননি দর্শকপ্রিয় এ তারকা। সিনেমা থেকে সাময়িক দূরত্ব তৈরি হলেও এ অভিনেত্রীর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি।
 

LEAVE A REPLY