তৃপ্তি দিমরি। ছবি : সংগৃহীত
‘অ্যানিমেল’ নিয়ে আলোচনা-সমালোচনা এখনো চলছে। রণবির কাপুর, ববি দেওলকে নিয়ে যতটা আলোচনা, অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়েও কোনো অংশে কম চর্চা হচ্ছে না। ছবিতে রণবিরের নায়িকা রাশমিকা মানদানা। মাত্র ১০ মিনিটের চরিত্রের অভিনেত্রী তৃপ্তি দিমরি ছাপিয়ে গেছেন রাশমিকাকেও।
‘বুলবুল’ ও ‘কলা’র মতো ছবিতে দারুণ অভিনয় করে যতটা না আলোচনায় এসেছেন, ‘অ্যানিমেল’ ছবিতে রণবিরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করে তার কয়েক গুণ বেশি আলোচিত তৃপ্তি। বিষয়টা নিয়ে অনেকের কণ্ঠেই আক্ষেপ ঝরেছে। প্রায় সবার মত এ রকম, অভিনয়শিল্পের চেয়েও শয্যাদৃশ্য তাঁকে বেশি আলোচনায় এনেছে। কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তৃপ্তিকে।
তবে যে যা-ই বলুক, বলিউড ছবির ভক্ত-অনুরাগী পুরুষদের নতুন ক্রাশ এই তৃপ্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা হু হু করে বাড়ছেই।
এরই মধ্যে তৃপ্তিকে পাওয়া গেল এক ব্যবসায়ী পুরুষের সঙ্গে। এক বিয়েবাড়িতে তাঁর সঙ্গে তোলা তৃপ্তির বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবি আতসী কাচের নিচে ফেলে রীতিমতো গবেষণায় মেতেছে নেটারিকরা।
এ পুরুষই কি তাহলে তৃপ্তির মনের মানুষ? এমন কোনো ইঙ্গিত অবশ্য দেননি তৃপ্তি। তবে ভারতীয় গণমাধ্যম সেই পুরুষের ঠিকুজি বের করে ছেড়েছে। তৃপ্তির সেলফির সেই পুরুষটির নাম স্যাম মার্চেন্ট। নামে যেমন আছে মার্চেন্ট, পেশায়ও তিনি ব্যবসায়ী। নামি কয়েকটি রেস্তোরাঁ, গোয়ায় বিচ লাউঞ্জ আছে তাঁর।
বলিউড তারকাদের সঙ্গেও বেশ ওঠাবসা। ইনস্টাগ্রামে স্যামকে ফলো করেন দিশা পাটানি, টাইগার শ্রফের মতো বলিউড তারকারা।