ওয়ানডে সিরিজই আর খেলা হচ্ছে না জেমিসনের

কাইল জেমিসন। ছবি : এএফপি

হ্যামস্ট্রিংয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে ছিলেন না কাইল জেমিসন। তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। শেষ দুই ওয়ানডেতেও বিশ্রামেই থাকছেন এই পেসার। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজের আগে পর্যাপ্ত বিশ্রামের জন্য শেষ দুই ওয়ানডের দলে থাকছেন না জেমিসন।

তাঁর সঙ্গে ব্যাটার ফিন অ্যালেনকে দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড থেকে ‘ছুটি’ দেওয়া হয়েছে। তিনি আগামীকাল নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশের উদ্বোধনী ম্যাচে খেলবেন। প্রথম ওয়ানডের একাদশেও ছিলেন না অ্যালেন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি।

অন্যদিকে জেমিসন হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি অনুভব করছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে। তাঁর বিশ্রাম নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘সামনে প্রচুর ম্যাচ। আমরা চাই অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে কাইল যেন সম্ভাব্য সেরা অবস্থায় থাকে। এই সিরিজকে আমরা শুরু থেকেই নতুনদের পরখ করার সুযোগ হিসেবে দেখছি।

এ ক্ষেত্রে সঠিক বিকল্প হিসেবে বেন (সিয়ার্স) দলে আছে।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে আছে নিউজিল্যান্ড। ২০ ডিসেম্বর দ্বিতীয় ও ২৩ ডিসেম্বর শেষ দুই ওয়ানডে। নেপিয়ারে আগামী ২৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি। মাউন্ট মঙ্গানুইয়ে ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই ওয়ানডে।

LEAVE A REPLY