অপু বিশ্বাস ও তাপস
গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক, সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের অভিযোগের ভিত্তিতে আজ ডিবি অফিসে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি ভাইরাল হওয়া অপু বিশ্বাস ও গানবাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর কল রেকর্ড ফাঁস হওয়া নিয়ে গত ১৭ ডিসেম্বর ডিবিতে অভিযোগে করেন তাপস। সেই অভিযোগের ভিত্তিতে ডাকা হয় অপু বিশ্বাস কে। একই সঙ্গে ডাকা হয় তাপসকেও।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা ডিবি অফিসে ছিলেন। জানা যায়, অভিযোগ প্রসঙ্গে দুজনের সঙ্গে কথা বলছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।
উল্লেখ, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন চলচ্চিত্র তারকা শবনম বুবলী। বেসরকারি টিভি চ্যানেল গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়।
এই অভিযোগ তোলেন খোদ তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি প্রকাশ করেন তাঁদের প্রেমের ঘটনা।
তবে অল্প সময়ের জন্য পোস্টটি ছিল তাঁর আইডিতে। পরে অবশ্য দাবি করা হয় আইডি হ্যাক হওয়ায় হ্যাকার এমন পোস্ট দিয়েছে।
কয়েক দিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে একটি কল রেকর্ড। সেখানে তাপস ও বুবলীর প্রেম নিয়ে বলতে শোনা যায় মুন্নীকে।